১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
ইএমই অ্যাকাডেমিক বিশেষ সন্মাননা

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
- / 10
নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: আইটিভি নেটওয়ার্কের ইন্ডিয়া নিউজ বিজনেস আয়োজিত ওয়েলথ সামিট কলকাতা ২০২৪, আয়োজন করা হয় কলকাতার একটি পাঁচতারা হোটেলে। সেই অনুষ্ঠানে ইএমই অ্যাকাডেমিক বেস্ট প্লেসমেন্ট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।
ইএমই অ্যাকাডেমিক কর্ণধর কাজী মহসিন আজিমকে (সুমন) পুরস্কারটি তুলে দেন আইটিভি নেটওয়ার্কের কনসাল্টিং এডিটর লাবজিত এলেকজান্ডার ও টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও মিরচির সৌমিত্র চ্যাটার্জি, প্রখ্যাত লাইফ কোচ বিবেক শেট্টি, ঋতু সিঙ্গেল প্রমুখ।
Tag :