ওবামাকে পিছনে ফেললেন ইলন মাস্ক
ইমামা খাতুন
- আপডেট :
৩১ মার্চ ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পিছনে ফেললেন টুইটার প্রধান ইলন মাস্ক। ওবামাকে ছাড়িয়ে মাস্ক সবচেয়ে বেশি অনুসরণ করা টুইটার অ্যাকাউন্টের মালিক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনুসারীর (ফলোয়ার) সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন মাস্ক। অনুসারী সংখ্যার দিক দিয়ে ওবামার অবস্থান এখন দ্বিতীয়।
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের টুইটার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০। আর ওবামার অনুসারীসংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩। নানা নাটকীয়তার পর পাঁচ মাস আগে প্ল্যাটফর্মটি কিনে নেন মাস্ক। তার মালিকানা গ্রহণের পর থেকে নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে টুইটার।