পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজিটাল দুনিয়ায় বিপ্লব এনেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ইতিমধ্যে এআই-এর ব্যবহার যথেষ্ট বাড়িয়েছে। এবার ভারতীয় বাজারে এল ইলন মাস্কের এক্সএআই। ইলন মাস্কের মালিকানাধীন এআই-এর আরও একটি ভার্সন গ্রোক এআই। ইতিমধ্যেই ভারতীয় বাজারে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে নয়া প্রযুক্তিটি। স্মার্টফোন ব্যবহারকারীদের এই পরিষেবার সুযোগ নিতে হলে মাসিক ২,২৯৯ টাকা এবং বার্ষিক ২২,৯০০ টাকা ব্যয় করতে হবে। সেই তুলনায় ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে খরচ অনেকটাই কম। ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীদের গ্রোক এআই-এর সুযোগ নিতে হলে মাসিক ১,৩০০ টাকা এবং বার্ষিক ১৩,৬০০ টাকা দিতে হবে।
এক্স প্রিমিয়ামের ক্ষেত্রে বিজ্ঞাপনমুক্ত পরিষেবা দেওয়া হবে। সঙ্গে ব্লু চেক ভেরিফিকেশন, মনিটাইজেশন, দীর্ঘ পোস্ট তৈরি উচ্চ ক্ষমতা, হাই রেজোলিউশন ভিডিও আপলোডের ক্ষমতা, পোস্ট এডিট, ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে, ভিডিও ডাউনলোড সহ অন্যান্য সুবিধা। অন্যদিকে, গ্রোক এআই-এর দুটি ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। একটি ফ্যান এবং অপরটি রেগুলার। অন্যান্য ল্যাঙ্গুয়েজ মডেলগুলির তুলনায় গ্রোক এআই-এর সবচেয়ে বড় সুবিধা হল এক্স থেকে রিয়েল-টাইম ডেটা অ্যাক্সেস করার ক্ষমতা। চলমান ঘটনার উপর সঠিক ধারণা এবং উত্তর তৈরি করতে সক্ষম।