কলকাতাThursday, 18 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শিয়রে পুরভোট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রবীণ ও অসুস্থ কাউন্সিলররা!

mtik
November 18, 2021 3:32 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে পুরভোটের দামামা বাজল বলে। প্রথমে কলকাতা এবং হাওড়া তারপর ধাপে ধাপে সমস্ত পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবারই মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অবস্থায় ঘর গোছানোর কাজ শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর পুর ভোটের প্রার্থী নির্বাচন করতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে বয়সের ভারে ন্যুব্জ এবং দীর্ঘদিন ধরে অসুস্থ শয্যাশায়ী কাউন্সিলরদের এবার আর প্রার্থী করবে না রাজ্যের শাসক দল।

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ইঙ্গিত দিয়েছিলেন দলের পুরভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক রদবদল করা হতে পারে। এক্ষেত্রে ইচ্ছা পূরণ না হলে জেহাদ করা চলবে না। এক্ষেত্রে সাবোটেজ করার চেষ্টা করা হলে রেয়াদ করবে না দল।

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিষয়গুলি এই মুহূর্তে নজরে রাখছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। সেখানে তারা চাইছে অপেক্ষাকৃত যুব মুখ যার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং যে সরকারি প্রকল্প থেকে মানুষের কাজে সব সময় সামনের সারিতে থাকবে।

তৃণমূল সূত্রের খবর,  এ বারের পুরভোটে বয়স্ক ও অসুস্থদের টিকিট না দেওয়ার সুপারিশ করেছে পিকে-র সংস্থা। তুলনায় বয়স কম, কর্মঠ কোনও রাজনৈতিক প্রতিনিধিকে টিকিট দিয়ে পুরভোটের রণাঙ্গনে নামানোর সুপারিশ করেছে তারা। বয়স্ক এবং অসুস্থ কাউন্সিলরদের তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন বলেই ওই প্রস্তাবে দাবি করা হয়েছে। ফলে এবার পুরসভা নির্বাচনে কলকাতা পৌর এলাকার একাধিক ওয়ার্ডে প্রার্থী বদলের সম্ভাবনা।

এমনিতেই কলকাতার চারটি ওয়ার্ডে কো-অডিনেটরদের প্রয়াণে নতুন প্রার্থীদের টিকিট দেবে দল।

প্রয়াত হয়েছেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা দাশগুপ্ত,  ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখদেব চক্রবর্তী,  ১২১ কাউন্সিলর মানিক চট্টোপাধ্যায় ও ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তাঁদের প্রয়াণের আগেই দল ঠিক করেছিল, বয়স্ক এবং অসুস্থ হওয়ার কারণে ওই কাউন্সিলরদের আর টিকিট দেবে না দল। এ বার আরও কিছু কাউন্সিলর বা কো-অডিনেটরের নাম বাদের তালিকায় সংযোজিত হতে চলেছে।

সূত্রের খবর,  সেই তালিকায় রয়েছেন, ৪৮ নম্বর ওয়ার্ডের সত্যেন দে,  ৫৫ ওয়ার্ডের অরুণ দে, ৬২ নম্বর ওয়ার্ডের ইকবাল আহমেদ, ৬৭ নম্বর ওয়ার্ডের বিজনলাল মুখোপাধ্যায়, ৭৯ ওয়ার্ডের রাম পেয়ারে রাম, ৮৩ ওয়ার্ডের মঞ্জুশ্রী মজুমদার, ৮৯ ওয়ার্ডের মমতা মজুমদার, ১০০ ওয়ার্ডের সুস্মিতা দাম এবং ১২৬ নম্বর ওয়ার্ডের শিপ্রা ঘটক। শুধু প্রবীণেরা নয়, বাতিলের তালিকায় রয়েছেন বেশ কিছু অপেক্ষাকৃত কম বয়সী নেতা-নেত্রীরাও।

মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ পরিষেবা ও জনসংযোগ নিয়ে সাধারণের মধ্যে ক্ষোভ। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে অপ্রত্যাশিত জয় পেলেও, সকলেই যে বিধানসভায় টিকিট পেয়েছিলেন এমন নয়। সেক্ষেত্রেও প্রবীণ ও অসুস্থদের একটা বড় অংশকে বাদ দেওয়া হয়েছিল। এবার পুরভোটেও সেই প্রক্রিয়ায় জারি থাকবে বলে জানা গেছে।