৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক দুর্নীতি মামলায় ফারুক আবদুল্লাকে তলব ইডির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার আর্থিক দুর্নীতি মামলায় এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহকে ডেকে পাঠালো, ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিশ অনুযায়ী এই বর্ষীয়ান নেতাকে আগামী ৩১ মে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপের মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে তাকে। এর আগেও এই একই কাণ্ডে একাধিকবার তদন্তকারী অফিসারদের সামনে বসতে হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেই সময় তার বিরুদ্ধে ক্ষ্মমতা অপব্যবহার করার অভিযোগ ওঠে।

অভিযোগ, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের ক্ষমতা ব্যবহার করে এমন কিছু লোকজনকে কমিটিতে নিয়োগ করেছিলেন, যাতে বরাদ্দ  অর্থ তছরূপের অভিযোগ ওঠে।

ফারুক আব্দুল্লাহর এই তলবে বিজেপির উপর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর দলেন দুই নেতা। শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান দার বলেছেন, ‘প্রতিবার যখনই কোনও রাজ্যে নির্বাচন আসন্ন থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে আগে গিয়ে উপস্থিত হয় বিজেপির রাস্তা পরিষ্কার করার জন্য। এইবারও তাই হয়েছে। এই সরকারের বিরোধিতা করার জন্য এভাবে মূল্য দিতে হয়।’

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম খান, প্রাক্তন কোষাধ্যক্ষ আহসান আহমেদ মির্জার বিরুদ্ধেও মামলা রুজু করেছে ইডি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক দুর্নীতি মামলায় ফারুক আবদুল্লাকে তলব ইডির

আপডেট : ২৮ মে ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার আর্থিক দুর্নীতি মামলায় এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহকে ডেকে পাঠালো, ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিশ অনুযায়ী এই বর্ষীয়ান নেতাকে আগামী ৩১ মে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপের মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে তাকে। এর আগেও এই একই কাণ্ডে একাধিকবার তদন্তকারী অফিসারদের সামনে বসতে হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেই সময় তার বিরুদ্ধে ক্ষ্মমতা অপব্যবহার করার অভিযোগ ওঠে।

অভিযোগ, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের ক্ষমতা ব্যবহার করে এমন কিছু লোকজনকে কমিটিতে নিয়োগ করেছিলেন, যাতে বরাদ্দ  অর্থ তছরূপের অভিযোগ ওঠে।

ফারুক আব্দুল্লাহর এই তলবে বিজেপির উপর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর দলেন দুই নেতা। শুক্রবার ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান দার বলেছেন, ‘প্রতিবার যখনই কোনও রাজ্যে নির্বাচন আসন্ন থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে আগে গিয়ে উপস্থিত হয় বিজেপির রাস্তা পরিষ্কার করার জন্য। এইবারও তাই হয়েছে। এই সরকারের বিরোধিতা করার জন্য এভাবে মূল্য দিতে হয়।’

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম খান, প্রাক্তন কোষাধ্যক্ষ আহসান আহমেদ মির্জার বিরুদ্ধেও মামলা রুজু করেছে ইডি।