দিল্লির মদ কেলেঙ্কারিতে ইডির তলব এবার কেসিআর-কন্যাকে

- আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতাকে তলব করল ইডি। ৯ মার্চ কবিতাকে দিল্লি আসতে বলেছে ইডি। কবিতা রাও জানিয়েছেন, তিনি ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিআরএস এমএলসি। তিনি জানান, মহিলা সংরক্ষণ বিলের দাবিতে ১০ মার্চ তিনি ধরনায় বসবেন। তাই ৯ তারিখ ইডির তলবে দিল্লিতে হাজিরা দিতে পারবেন না তিনি।
ইডি কর্মকর্তারা বুধবার জানান, ‘আগামী ৯ মার্চ কবিতাকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে’। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে মদ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই আগেই গ্রেফতার করেছে। কবিতার বিরুদ্ধে আম আদমি পার্টি নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার গ্রেফতার হওয়া ব্যবসায়ী অরুণ পিল্লাইয়ের মুখোমুখি বসিয়ে কবিতাকে জেরা করা হতে পারে। অভিযোগ করা হয়েছে ‘ইন্দোস্পিরিটস’ নামের এক মদ প্রস্তুতকারী সংস্থার ৬৫ শতাংশ মালিকানা ছিল কবিতার। পিল্লাইয়ের দাবি, কবিতা ও আপের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি ছিল ১০০ কোটির লেনদেনের। এভাবেই দিল্লির মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা।
ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা সাউথ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। দিল্লির আবগারি নীতি তৈরি এবং মদের ডিলার বাছাই করতে দিল্লির এই প্রতিষ্ঠানটি প্রভাব খাটায় বলে অভিযোগ। তারাই প্রভাব খাটিয়ে তেলেঙ্গানার বেশ কয়েকজন মদ ব্যবসায়ীকে দিল্লিতে বড় ব্যবসা পাইয়ে দিয়েছিল। এমন অভিযোগ জমা পড়ে ইডি, সিবিআইয়ের কাছে। তদন্তকারীদের দাবি, বিনিময়ে ঘুষ বাবদ একশো কোটির বেশি টাকা ঢোকে এই প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাদের আরও অভিযোগ, সেখান থেকে ঘুষের টাকা যায় দিল্লির শাসক দল আপ আদমি পার্টির তহবিলে। তদন্তকারীরা খতিয়ে দেখছে কবিতার হাত হয়ে টাকার ভাগ ভারত রাষ্ট্র সমিতির তহবিলেও জমা হয়েছে কিনা।