এমবিবিএসের আসন বিক্রির অভিযোগে ইডির হানা কাশ্মীরে
ইমামা খাতুন
- আপডেট :
৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার কাশ্মীরের তিনটি স্থানে হানা দিয়েছিল। এর মধ্যে হুরিয়ত নেতাদের বাড়িও রয়েছে। কাশ্মীরি পড়ুয়াদের কাছে পাকিস্তানে এমবিবিএস আসন বিক্রির অভিযোগে এই রেইড হয়েছে। অনন্তনাগের কাজি ইয়াসির, জাফর ভাট ও ইকবাল খোয়াজার বাড়িতে ইডি এদিন হানা দেয়। অভিযোগ, কাশ্মীরি ছাত্রদের পাকিস্তানের মেডিক্যাল কলেজে সহজেই এমবিবিএস পাইয়ে দেয় এইসব নেতারা। তার পরিবর্তে মোটা কাটা কামায়। সেই অর্থ সন্ত্রাস তৈরিতে কাজে লাগানো হয় বলে অভিযোগ।