ED-CBI দিয়ে গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি, সুর চড়ালেন কেজরিওয়াল

- আপডেট : ৯ মার্চ ২০২৪, শনিবার
- / 8
নয়াদিল্লি, ৯ মার্চ: গণতন্ত্রকে শেষ করতে চাইছে বিজেপি বলেই অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অভিযোগও তোলেন তিনি। বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, “ইডি-সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলিকে ভয় দেখানো হচ্ছে। তাঁরা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। এটা দেশদ্রোহিতা।” এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করেন কেজরিওয়াল বলেন, ‘আমি ঘোষণা করছি, ইডি আমাকে যতগুলো সমন পাঠাবে তাঁর জন্য আমি একটি করে স্কুল তৈরি করব।’
শনিবার দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বিজেপির বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশবাসী বিজেপির ধ্বংসের নমুনা দেখেছে। তাঁরা বিরোধীদের শেষ করে দিতে চাইছে। প্রতিনিয়ত রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলা দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। বিধায়ক কেনাবেঁচার মত নোংরা কাজে লিপ্ত গেরুয়া শিবির। রাজ্যগুলিকে কোনও উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয় না।”
দেশের ধনকুবেরদের লোন মকুব নিয়েও তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “গেরুয়া শিবির কোটিপতিদের মিত্র, তাঁদের কোটি কোটি টাকা ঋণ দিয়ে তা মকুব করে দেয়। আমরা কোটিপতিদের মিত্র নই, আমরা সাধারণ মানুষের মিত্র। আমার সাধারণ মহিলাদের মাসে সাম্মানিক ১ হাজার টাকা করে দিই।” কেজরিওয়ালের অভিযোগ, “মানুষের জন্য কাজ করতে গেলেই বিজেপি বাধা দেয়। জনমুখী প্রকল্পগুলি সব বন্ধ করে দিচ্ছে তারা। গত বছর থেকে দিল্লির সরকারি হাসপাতালে ওষুধ বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য কর্মীদের বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জলের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও বিজেপি আমাদের দমাতে পারবে না।” দিল্লির জনগণের উদ্দেশ্যে কেজরির বার্তা, “সাধারণ জনগণের শত্রু বিজেপি রুখতেই হবে।”