বিজেপির কঠোর সমালোচক সাংবাদিক রানা আয়ুবের ১.৭৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের আওতায় খ্যাতনামা সাংবাদিক রানা আয়ুবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। সাংবাদিক রানা আয়ুব তাঁর পরিবারের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও অ্যাটাচ করেছে ইডি। সম্পত্তি অ্যাটাচ করার অর্থ হল তা হস্তান্তর, বিক্রি বা অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে না।
সকলেই জানেন শাসক দল বিজেপির কঠোর সমালোচক হিসাবে পরিচিত সাংবাদিক রানা আয়ুব। তাঁর গুজরাট ফাইলস শাসক দল বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিল। গুজরাত দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা রানার এই বই দেশ ও বিদেশে বিশেষ সমাদৃত। বহু ভাষায় অনূদিত হয়েছে এই বইটি।
রানা আয়ুবের বিরুদ্ধে অর্থ তছরূপের প্রথম এফআইআর দায়ের করা হয় গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশের কাছে।তবে উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি। ‘হিন্দু আইটি সেল’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও গাজিয়াবাদের বাসিন্দা বিকাশ সংকৃত্যায়ন এই অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল জনকল্যাণমূলক কাজের নাম করে টাকা তুলে তা নিজে ব্যবহার করতেন সাংবাদিক।ইতিমধ্যেই রানা আয়ুবের ১কোটি ৭৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।