পুবের কলম প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে দেশের বাইরের ক্রিকেট লিগগুলিতে ইংল্যান্ড ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইসিবি। কারণ, বেশি টাকা উপার্জনের জন্য নাকি ইংরেজ ক্রিকেটাররা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করে বিদেশী লিগে খেলতে চলে যান।
বিষয়টি নিয়ে আগামীদিনে যাতে ইংল্যান্ড ক্রিকেটে অচলাবস্থা তৈরি না হয়, সেটা মাথায় রেখে তারা নিজেদের ক্রিকেটারদের বাড়িত টাকা আয়ের জন্য শুধুমাত্র আইপিএলে খেলার ছাড়পত্র দেবে বলে ভাবনা চিন্তা শুরু করেছে।
আইপিএলে খেলার অনুমোদন থাকলেও, ঘরোয়া ক্রিকেট লিগের সময় দেশের ক্রিকেটারদের পিএসএল, বিপিএল, এসপিএল, সিপিএলের মতো বিদেশী ক্রিকেট লিগে খেলার এনওসি দেবে না বলে ব্লু প্রিন্ট প্রায় তৈরি করে ফেলেছে। এমন খবর ছড়িয়ে পড়ায় এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়ে বসলেন সে দেশের তারকা ক্রিকেটাররা।
ইসিবির অভিযোগ, গত মরশুমে ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টের একটি অংশ না খেলে জেসন রয় চলে যান মেজর লিগ ক্রিকেটে। অ্যালেক্স হেলস চলে যান শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। আর এতে তাদের ঘরোয়া ক্রিকেট তারকা ক্রিকেটারদের ছাড়াই হওয়ায় প্রতিযোগিতার মান কমছে বলে অভিযোগ। তবে নতুন নিয়ম চালু হলে ঘরোয়া ক্রিকেট লিগের সময় ইংল্যান্ড ক্রিকেটাররা বিদেশী লিগে খেলার সুযোগ পাবেন না।
আর এমনটা হলে পাকিস্তানের পিএসএল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট বড় ধাক্কা খাবে। কারণ, এই দুই টুর্নামেন্টে ইংল্যান্ডের অনেকেই খেলেন। বর্তমানে পিএসএলের দলগুলির সঙ্গে ১৬ জন ইংল্যান্ড ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন।
সামনের বছর থেকে পিএসএল হবে এপ্রিল-মে মাসে। সেই সময়ে ইংল্যান্ডে হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডের একাধিক তারকা ক্রিকেটারদের ধারণা, নতুন নিয়মের ফলে তাদের খেলার সুযোগ অনেক কমে যাবে।
জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা তাদের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। কিছু ক্রিকেটার মনে করছেন, হানড্রেডকে বাঁচাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ইসিবি। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের মান ঠিক রাখতে ইসিবি এমন আইন আনতে চলেছে। যদিও এখনও কোনও কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তারা। সামনের সপ্তাহে এ ব্যাপারে নতুন নিয়ম চালু করতে পারে তারা।