পুবের কলম ওয়েবডেস্ক: মুক্তির আগেই বেশ বিপাকে ব্রহ্মাস্ত্র । এবার রণবীর – আলিয়াকে মহাকাল মন্দিরে ঢুকতে দিলনা বজরং দল। পুজো দিতে পারলেন শুধুই পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
রণবীরের নিজের মুখে গোমাংস খাওয়ার কথা বলাই এখন ব্যুমেরাং হয়ে ফিরে আসছে । নিজের রক্সটার মুভির প্রচারে রণবীর বলেন তাঁর পরিবার পেশোয়ারে থাকতেন, তাই সবদধরণের মাংস খাওয়ার অভ্যাস রয়েছে। এমনকি এই বলিউড অভিনেতা নিজের মুখে বলেন তিনি নিজেও গোমাংস পছন্দ করেন। এরপরেই হিন্দুত্ববাদীরা হাতধুয়ে পেছনে পড়ে যায়। শুরু হয় তুমুল সমালোচনা।মঙ্গলবার রণবীর- আলিয়া সহ টিম ব্রহ্মাস্ত্রর সদস্যরা যান মহাকাল মন্দিরে পুজো দিতে। কিন্তু বজরংদলের বিক্ষোভের জেরে পুজো না দিয়েই ফিরতে হয়।
Ujjain: 'Anti-Hindu' Alia Bhatt and 'Beef eater' Ranbir Kapoor Could not defile the Mahakal temple after the uproar by Hindu Lions .
Imagine the uproar when all the Hindus from round the corner will stand united.#HarHarMahadevॐ 🙏🚩 pic.twitter.com/RZTgNLScIr
— 🇮🇳A (@Staunch_NaMo) September 6, 2022
আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার বা পার্বতীর ভূমিকায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও ব্রহ্মাস্ত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়কে।