কলকাতাThursday, 25 August 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোনে এখন ট্রেন্ডিং E-Sim আপনার ফোনে আছে তো! জেনে  নিন

mtik
August 25, 2022 7:36 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্ক: মোবাইল খুলে সিম পরানো এখন অতীত। জানেন কি এখন বাজারে চলে এসেছে E- Sim । কোন কোন স্মার্টফোনে এখন মিলবে এই পরিষেবা, আসুন জানি বিস্তারিত।

বেশিভাগ স্মার্ট ফোনগুলি এখনও এই E -Sim টেকনোলজি কানেক্টিভিটি অপশানটি প্রোভাইড করে না। কারণ স্মার্ট ফোনের সঙ্গে এই টেকনোলজি যুক্ত করা বেশ খরচা সাপেক্ষ হয়। আসলে এই টেকনোলজি যুক্ত করার জন্য মাদারবোর্ডে একটি আলাদা করে জায়গা যুক্ত করতে হয়। তবে আ্যপল কোম্পানি নিজের স্মার্ট ফোন গুলিতে E-Sim-এর অপশনটি প্রোভাইড করে থাকে। স্যামসাং ও মোটোরোলাও এই অপশান প্রোভাইড করে কিন্তু তাদের সবচেয়ে দামি ফোন গুলিতেই শুধু এই অপশনটি থাকে। এমনকি GOOGLE পর্যন্ত E-Sim সাপোর্ট দেয়। কিন্তু গুরুত্বপূর্ন প্রশ্ন হচ্ছে E-Sim টেকনোলজি কাজ কিভাবে করে।

E- Sim এম্বেডেড সিম হিসাবে পরিচিত। কারণ E-Sim ফোনের মাদারবোর্ডের উপর এম্বেডেড বা সোল্ডার থাকে। এই অপশনটি স্মার্ট ওয়াচ ও ড্রোনের উপর সাপোর্ট করে কারন এর ফলে ডিভাইসে অতিরিক্ত সিম কার্ডের স্লট বানানোর ঝামেলা শেষ হয়ে যায়। এই এম্বেডেড বা ডিজিটাল সিম ইউজার্সদের ফিজিকাল বা ন্যানো সিমের ব্যবহার না করেই একটি সেলুলার প্ল্যানকে এক্টিভেট করার সুবিধা প্রদান করে।