হাতে কাজ না থাকায় অবসাদে আত্মঘাতী প্রৌঢ়,চাঞ্চল্য এলাকায়

- আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ কাজ না থাকায় অবসাদে আত্মঘাতী প্রৌঢ়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগপুরের গৌলিপুরাতে।স্থানীয় সূত্রে খবর,বেশ কয়েকদিন ধরে হাতে কাজ না থাকায় অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়।কি ভাবে কী করবে?কী ভাবে সংসার চালাবে ভেবে কূল না পাওয়ায় বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়। এরপর অবসাদের জেরেই এই চরম পদক্ষেপ নেন তিনি। ঘটনাটি জানাজানি হতে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর,বেশ কয়েকদিন ধরে বেকার ছিলেন নাগপুরের এই প্রৌঢ়। এলাকার স্থানীয় বাজারে একটা ফলেরও দোকান ছিল।সেটাও ঠিক মতো চলত না।পরে দেনার দায়ে রোজকারের একমাত্র সম্বল ওই দোকানটি বিক্রি করে দেন তিনি।এরপর বাড়িতেই থাকতেন তিনি।বেশ কয়েকদিন আশেপাশের মানুষের কাছ থেকে ধার দেনা করে সংসার চালালেও, শেষে পেরে উঠছিলেন না তিনি।এরপর মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন বছর ৫৫-এর এই প্রৌঢ়।
উল্লেখ্য, রবিবার তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা।সেখানেই চিকিৎসকরা তারা মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মানসিক চাপে আত্মহত্যা করেছেন তিনি। দীর্ঘ দিন ধরে হাতে কোনও কাজ না থাকায় অতিরিক্ত চিন্তিত ছিলেন তিনি। পরে নিজেকে সামলাতে না পেরে এই সিদ্ধান্তে উপনীত হন তিনি।নিজের পরিবারের মধ্যে রয়েছে এক বৃদ্ধা মা।নিজের ছেলেকে হারিয়ে গভীর ভাবে শোকাহত তিনি। এই ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকায়।