কলকাতাFriday, 4 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নিম্নমুখী সংক্রমণ, বন্ধ হল শহরের সেফ হোম

mtik
February 4, 2022 8:30 am
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ কলকাতায় কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। এই অবস্থায় বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেল শহরের সেফহোমগুলি। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ডিসেম্বরের শেষ থেকে কলকাতায় প্রায় বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করেছিল কোভিড আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিনই প্রায় ৫ থেকে ৭ হাজার করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। এই অবস্থায় ৪ জানুয়ারি থেকে পুনরায় শহরের সেফ হোম গুলি চালু করে কলকাতা পুরসভা। তিনটি সেফ হোম চালু করা হয়েছিল। একটি তপসিয়ায়, একটি গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং আরেকটি উত্তর কলকাতায় হরেকৃষ্ণ শেঠ লেন এলাকায়। এরপরেই ক্রমেই আয়ত্তে আসে করোনা সংক্রমণ। যার ফলে সেফ হোম চালু করার ঠিক এক মাসের মধ্যে ৪ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয় সেফ হোম।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,৯১৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ০২,১৬৯ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২,৭২৩ জন। এদিন রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১,১৪৬ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন, ৩৬ জন। গতকালের তুলনায় বাড়ল মৃতের সংখ্যা। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০,৭২৩। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৬১৪ জন। সবমিলিয়ে আজ রাজ্যে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।