করোনা! নো মাস্ক, নো এন্ট্রি’ নোটিশ ঝোলানো হল কলকাতার লেক মার্কেটে

- আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা বাড়ছে দেশে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১ জনের। ফলে ফের যে সংক্রমণ চোখ রাঙাচ্ছে সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই দেশে ১৯৭.১১ কোটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হয়েছে। এই অবস্থায় বিশেষ পদক্ষেপ নিল কলকাতার লেক মার্কেট। এবার মাস্ক না পরে আর ঢোকা যাবে না এই বাজারের মধ্যে।
এমনটাই নির্দেশ জারি করা হয়েছে বাজার কর্তৃপক্ষের তরফে। রবিবার সকাল থেকে ‘নো মাস্ক, নো এন্ট্রি’ নোটিশ ঝোলানো হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইতিমধ্যেই দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ। তবে, আশার কথা, আগের মতো আর ততটা প্রাণঘাতী হবে না এই ভাইরাস।
তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যেও সরকারের পক্ষ থেকে নৈশ কালীন কারফিউ তুলে দেওয়া হয়। কিন্তু সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলা হয়। কিন্তু তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতা লক্ষ্য করা যায়। বাসে, ট্রামে এখন অধিকাংশ যাত্রীকে মাস্ক ছাড়াই চলতে ফিরতে দেখা যাচ্ছে।