৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Donald Trump জমানাতেই ভারতীয়দের বিতাড়ন সর্বোচ্চ: বিদেশ মন্ত্রক

পুবের কলম
  • আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
  • / 152

নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতীয়দের হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরানো নিয়ে সংসদে সরব হয়েছিল বিরোধীরা। তা নিয়ে শুক্রবার জবাব দিল কেন্দ্র।এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি ডেটা পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, আমেরিকায় ট্রাম্প (Donald Trump) সরকার প্রথমবার (২০১৭-২১) ক্ষমতায় থাকার সময়ে ৬ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। তুলনায় পরবর্তী জো বাইডেন প্রশাসনের জমানায় মাত্র ৩ হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। আর দ্বিতীয় মেয়াদে আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ৩৮৮জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। আরও ২৯৫জনকে ফের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে। খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে আমেরিকা প্রশাসন।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

বিদেশ মন্ত্রকের তথ্যে বলা হয়েছে, ২০১৭-২০২১-এর মধ্যে ৬,১৩৫জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছিল। যার মধ্যে সর্বাধিক ২,০৪২জনকে ফেরত পাঠানো হয়েছিল ২০১৯ সালে। এছাড়াও ২০১৭ সালে ১,০২৪জন, ২০১৮ সালে ১,১৮০ জনকে এবং ২০২০ সালে ১,৮৮৯জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন (২০২১-২০২৫) চার বছরে ৩,৬৫২জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালে সংখ্যাটা ছিল সর্বোচ্চ ১,৩৬৮জন। শুক্রবার সংসদে আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের ফেরানোর বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। তিনি জানতে চান, অবৈধবাসীদের যে ভাবে হাতকড়া পরিয়ে ভারতে আনা হয়েছিল, তা নিয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র। এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তা নিয়েও কি কোনও পদক্ষেপ করা হয়েছে?

সেই প্রশ্নেরই লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার বলে, ‘‘৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে যে বিমান এসেছিল তাতে সওয়ার ভারতীয়দের সঙ্গে মার্কিন প্রশাসন যে ব্যবহার করেছিল, যেভাবে তাঁদের হাতে হাতকড়া পরানো হয়েছিল, তা থেকে রেহাই দেওয়া হয়নি মহিলাদেরও, এই নিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।’’ যদিও মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৫-১৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে যে বিমান এসেছে, তাতে সওয়ার মহিলা এবং শিশুদের আর হাতকড়া পরানো হয়নি। এই বিষয়টি নিশ্চিত করেছে খোদ আমেরিকা সরকার। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘‘ভারতে অবতরণের পরে অবৈধ ভারতীয় অভিবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’’ তারপরেই ভারতীয় বিদেশ মন্ত্রক আমেরিকা থেকে আরও ২৯৫জন প্রবাসী ভারতীয়কে এদেশে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে কেন্দ্রর বিদেশমন্ত্রক বলেছে, ‘‘আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) আমাদের সম্প্রতি জানিয়েছে যে, আরও ২৯৫ জন অবৈধবাসীকে ফেরত পাঠানো হবে। তাঁদের আটক করে হেফাজতে রাখা হয়েছে। আমেরিকার ট্রাম্প (Donald Trump) প্রশাসন তাদের অপসারণের নির্দেশ দিয়েছে। এখন ওই ২৯৫জনের নথিপত্র খতিয়ে দেখার কাজ করছে মার্কিন বিদেশ দফতর।’’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Donald Trump জমানাতেই ভারতীয়দের বিতাড়ন সর্বোচ্চ: বিদেশ মন্ত্রক

আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার

নয়াদিল্লি: আমেরিকা থেকে ভারতীয়দের হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরানো নিয়ে সংসদে সরব হয়েছিল বিরোধীরা। তা নিয়ে শুক্রবার জবাব দিল কেন্দ্র।এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি ডেটা পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, আমেরিকায় ট্রাম্প (Donald Trump) সরকার প্রথমবার (২০১৭-২১) ক্ষমতায় থাকার সময়ে ৬ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। তুলনায় পরবর্তী জো বাইডেন প্রশাসনের জমানায় মাত্র ৩ হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। আর দ্বিতীয় মেয়াদে আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ৩৮৮জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। আরও ২৯৫জনকে ফের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে। খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে আমেরিকা প্রশাসন।

আরও পড়ুন: শিক্ষা দফতরই তুলে দেওয়া হল এই দেশে!

বিদেশ মন্ত্রকের তথ্যে বলা হয়েছে, ২০১৭-২০২১-এর মধ্যে ৬,১৩৫জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছিল। যার মধ্যে সর্বাধিক ২,০৪২জনকে ফেরত পাঠানো হয়েছিল ২০১৯ সালে। এছাড়াও ২০১৭ সালে ১,০২৪জন, ২০১৮ সালে ১,১৮০ জনকে এবং ২০২০ সালে ১,৮৮৯জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন (২০২১-২০২৫) চার বছরে ৩,৬৫২জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালে সংখ্যাটা ছিল সর্বোচ্চ ১,৩৬৮জন। শুক্রবার সংসদে আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের ফেরানোর বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। তিনি জানতে চান, অবৈধবাসীদের যে ভাবে হাতকড়া পরিয়ে ভারতে আনা হয়েছিল, তা নিয়ে কী পদক্ষেপ করেছে কেন্দ্র। এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তা নিয়েও কি কোনও পদক্ষেপ করা হয়েছে?

সেই প্রশ্নেরই লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার বলে, ‘‘৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে যে বিমান এসেছিল তাতে সওয়ার ভারতীয়দের সঙ্গে মার্কিন প্রশাসন যে ব্যবহার করেছিল, যেভাবে তাঁদের হাতে হাতকড়া পরানো হয়েছিল, তা থেকে রেহাই দেওয়া হয়নি মহিলাদেরও, এই নিয়ে মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।’’ যদিও মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৫-১৬ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে যে বিমান এসেছে, তাতে সওয়ার মহিলা এবং শিশুদের আর হাতকড়া পরানো হয়নি। এই বিষয়টি নিশ্চিত করেছে খোদ আমেরিকা সরকার। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘‘ভারতে অবতরণের পরে অবৈধ ভারতীয় অভিবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’’ তারপরেই ভারতীয় বিদেশ মন্ত্রক আমেরিকা থেকে আরও ২৯৫জন প্রবাসী ভারতীয়কে এদেশে ফেরত পাঠানোর বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে কেন্দ্রর বিদেশমন্ত্রক বলেছে, ‘‘আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) আমাদের সম্প্রতি জানিয়েছে যে, আরও ২৯৫ জন অবৈধবাসীকে ফেরত পাঠানো হবে। তাঁদের আটক করে হেফাজতে রাখা হয়েছে। আমেরিকার ট্রাম্প (Donald Trump) প্রশাসন তাদের অপসারণের নির্দেশ দিয়েছে। এখন ওই ২৯৫জনের নথিপত্র খতিয়ে দেখার কাজ করছে মার্কিন বিদেশ দফতর।’’