পুবের কলম ওয়েবডেস্কঃ তাঁর সুরের যাদুতে আসমুদ্রহিমাচল মুগ্ধ হয়। বলিউড -টলিউড তাঁর স্বচ্ছন্দ বিচরণ। তবে এহেন মানুষটি যে এমন আ্যডভেঞ্চার প্রিয় তা কে জানত, হ্যাঁ সুরকার শান্তনু মৈত্রর কথা বলছি।
নিজের বাইসাইকেল নিয়ে শান্তনু পাড়ি জমিয়েছেন গঙ্গোত্রীর উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ও ভিডিও শেয়ারও করছেন তিনি।
গত পয়লা অক্টোবর এই বাইসাইকেল জার্নি শুরু করেন এই সেলেব সুরকার। বাইসাইকেল ছাড়াও প্রয়োজন মত ব্যবহার করছেন ট্রেন, প্লেন, বাস।
জানা যাচ্ছে একটি ছবির জন্য গানের সুর খুঁজে পেতেই নাকি শান্তনুর এই যাত্রা। যাত্রাপথে সঙ্গী গায়ক মোহিত চৌহান। যাত্রাপথে শান্তনুর তৈরি করা গান গেয়েওছেন মোহিত।
গোমুখে পৌঁছে বাকরুদ্ধ হয়ে পড়েন শান্তনু। তাঁর সেই আবেগ ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে। গঙ্গার সামনে দাঁড়িয়ে কোভিডে শারীরিক এবং মানসিক ভাবে আক্রান্ত সকলের জন্য প্রার্থনা করেছেন তিনি।
তবে প্রচন্ড হাওয়ায় বাইসাইকেলের গতি ঠিক রাখাই মুসকিল বলে জানিয়েছেন তিনি।ছবি সৌজন্যে, শান্তনু মৈত্রর ফেসবুক পেজ।