কলকাতাFriday, 13 May 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের শেষ কামরায় কেনো X চিহ্ন থাকে জানেন! জানলে অবাক হয়ে যাবেন

Puber Kalom
May 13, 2022 3:51 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক: আপনি অবশ্যই ট্রেনের শেষ বগির পিছনে এক্স বা ক্রস চিহ্নটি দেখেছেন। ট্রেনের ভিতরে এমন অনেক কিছু থাকে যেটা দেখলে আমাদের কৌতূহল হয়।তেমনই একটা চিহ্ন হল এক্স বা ক্রস চিহ্ন । জানতে নিশ্চয় ইচ্ছা হয় কেন থাকে এই চিহ্ন? কি এর কাজ! যারা প্রতিনিয়ত ট্রেনে চাপেন তারা নিশ্চয় বিষয়টা খেয়াল করেছেন!এক্স বা ক্রস চিহ্নটি দেখেছেন। আর যদি এখনও পর্যন্ত খেয়াল না করেন, তাহলে এরপরে যখন রেলস্টেশনে যাবেন তখন গিয়ে অবশ্যই দেখে নেবেন।

কিন্তু যারা ইতিমধ্যেই এক্স বা ক্রস চিহ্নটি দেখেছেন, আর মনে প্রশ্ন জেগেছে , কেন এই চিহ্নটি ট্রেনের শেষ বগিতে থাকে ,তারা বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন!

ট্রেনের শেষ বগিতে উজ্জ্বল হলুদ বা সাদা কালারের ক্রস চিহ্ন থাকে। এই চিহ্ন থাকার অনেক কারণ আছে। সর্বপ্রথম কারণ হল এই চিহ্ন বুঝিয়ে দেয় , এটাই ট্রেনের শেষ বগি। এরপর আর কোনও বগি নেই! ট্রেনটি অক্ষত অবস্থায় রয়েছে।
ট্রেনের কোনো বগির কোনও ক্ষতি হয়নি।আর যদি এক্স চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে যে ট্রেন টা অক্ষত অবস্থায় নেই। ট্রেনের মাঝ রাস্তায় কোনো না কোনো সমস্যা হয়েছে। এই চিহ্ন গুলো রেল কর্মীদের সুবিধার্থে ব্যবহার করা হয়। শুধু যে এক্স চিহ্ন থাকে তা না। ট্রেনের শেষ বগিতে LV ও লেখা থাকে, যার অর্থ last Vehicle। আর যদি LV বা X চিহ্ন কিছুই না থাকে তাহলে বুঝে নিতে হবে,ট্রেনটি তার অন্য বগি থেকে আলাদা হয়ে গেছে।

কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে রাতে কি হয়? রাতের অন্ধকারে তো এই চিহ্ন দেখা যাবে না। তাহলে কি করে বোঝা যাবে যে ট্রেনটি অক্ষত অবস্থায় আছে। রাতের অন্ধকার বা খারাপ আবহাওয়ার জন্য ট্রেনের পিছনে লাল বাল্ব থাকে। আর ওই বাল্ব টি অনেক দুর থেকে লক্ষ্য করা যায়, ফলে রেল কর্মীরা বুঝে যায় ট্রেনটি অক্ষত অবস্থায় রয়েছে।