কর্নাটকে ধর্মান্তরিতকরণের নামে লিফলেট বিলি, গ্রেফতার ৫

- আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে ধর্মান্তরিতকরণের নামে প্রচার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তরা আন্নুর গ্রামের গির্জার কাছে হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য লিফলেট বিতরণ করছিল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে হিন্দু দেবতাদের গালিগালাজ দেওয়ারও অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, কর্নাটকের মান্ড্য জেলায় ধর্মান্তরিতকরণের প্রচার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত পাঁচজনের নাম ই এন কুমার নাগেশা, ই এন বিজয় গৌড়া, কে আর হেমন্তকুমার, সুমন্ত, এবং এস সি সন্দীপ। নাগেশা ও গৌড়া কাঠানহাল্লির কাছে মালাভালির বাসিন্দা, কান্দেগালার বাসিন্দা হেমন্তকুমার, মহিশূরের বাসিন্দা সুমন্ত, এস সি সন্দীপের বাড়ি চামরাজানগরে।
কে এম ডোদ্দি থানার পুলিশ এই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই পাঁচজন মিলে আন্নুর গ্রামের সামনে একটি চার্চের সামনে ধর্মান্তকরার চেষ্টা চালিয়ে লিফলেট বিলি করা করছিল।
ধৃতদের বিরুদ্ধে হিন্দু দেবতাদের অবমাননা, তাদের গালিগালাজ করে ধর্মান্তরিত করতে প্রলুব্ধ করার অভিযোগও ছিল। গ্রামবাসীরা তাদের এই প্রচার চলাকালীন প্রতিবাদ জানায়, হিন্দু দেবতাদের নামে কুরুচিকর শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে।
এর পরেই তারা পুলিশকে ঘটনার কথা জানায়। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে।