পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তমীতে নবান্নে (Nabanna)অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়ল আতঙ্ক। মোবাইল টাওয়ারে শর্টসার্কিট বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। রাজ্যের মূল প্রশাসনিক দপ্তরের ১৪ তলায় আগুনের ঘটনা নজরে আসে দুপুর ১২টার খানিক পরে। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন।
প্রসঙ্গত, নবান্নের চোদ্দোতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। মঙ্গলবার সেই তলায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুলিশকর্মীরাও।
দমকল সূত্রে খবর, চোদ্দোতলায় একটি মোবাইল টাওয়ারের প্যানেল বক্সে আগুন লেগে এই বিপত্তি ঘটে। কী কারণে তাতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। প্যানেল বক্সে শর্ট সার্কিট হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি জেরেই আগুন লেগেছে কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছে দমকল।
পুজোর ছুটিতে গোটা নবান্নই বন্ধ। তাই বড়সড় বিপদ থেকে রক্ষা মিলেছে। নইলে আরও বড় ক্ষতির আশঙ্কা ছিল। নবান্নের মতো হাই সিকিউরিটি জোনে কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পূর্ত দপ্তরকে ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।