৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তারিতে ডিপ্লোমা, বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক: ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা কোর্সের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সরকার ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল। প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি গড়া হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুক্রবার রাজ্য সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিক্যালে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না, তা ভেবে দেখতে বলেন স্বাস্থ্যকর্তাদের। তিনি বলেন, মেডিক্যাল ছাত্রদের পাঁচ বছর সময় লাগে অরিজিনাল ডাক্তার হতে। এখন হাসপাতাল বাড়ছে, লোক বাড়ছে, বেড বাড়ছে। কিন্তু ডাক্তার, নার্সের অভাব রয়েছে। যদি তিন বছরের মেডিক্যাল ডিপ্লোমা কোর্স করা যায়, তবে গ্রামে চিকিৎসার অনেক সুরাহা হবে। অনেক ছেলেমেয়ে ডিপ্লোমা কোর্স ভর্তি হতে পারবে। একই সঙ্গে তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ ১৫ দিনে শেষ করতে বলেন।

মমতা বলেন, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া এগুলিই তো কাজ নার্সদের। এতে ১৫ দিনের প্রশিক্ষণই যথেষ্ট। ট্রেনিংয়ের জন্য বেশি সময় দেওয়া যাবে না। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র নার্সদের সেমি ডাক্তার করে দেওয়া যায় কি না, সেটাও দেখতে হবে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই প্রস্তাব ভবিষ্যতের ক্ষেত্রে এক অশনি সংকেত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাক্তারিতে ডিপ্লোমা, বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা কোর্সের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সরকার ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল। প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি গড়া হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুক্রবার রাজ্য সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিক্যালে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না, তা ভেবে দেখতে বলেন স্বাস্থ্যকর্তাদের। তিনি বলেন, মেডিক্যাল ছাত্রদের পাঁচ বছর সময় লাগে অরিজিনাল ডাক্তার হতে। এখন হাসপাতাল বাড়ছে, লোক বাড়ছে, বেড বাড়ছে। কিন্তু ডাক্তার, নার্সের অভাব রয়েছে। যদি তিন বছরের মেডিক্যাল ডিপ্লোমা কোর্স করা যায়, তবে গ্রামে চিকিৎসার অনেক সুরাহা হবে। অনেক ছেলেমেয়ে ডিপ্লোমা কোর্স ভর্তি হতে পারবে। একই সঙ্গে তিনি নার্সিংয়ের প্রশিক্ষণ ১৫ দিনে শেষ করতে বলেন।

মমতা বলেন, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া এগুলিই তো কাজ নার্সদের। এতে ১৫ দিনের প্রশিক্ষণই যথেষ্ট। ট্রেনিংয়ের জন্য বেশি সময় দেওয়া যাবে না। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র নার্সদের সেমি ডাক্তার করে দেওয়া যায় কি না, সেটাও দেখতে হবে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এই প্রস্তাব ভবিষ্যতের ক্ষেত্রে এক অশনি সংকেত।