পুবের কলম, ওয়েবডেস্ক : ২০২১ সালের ৭ জুলাই অগণিত ভক্তকে কাঁদিয়ে ইন্তেকাল করেন সকলের প্রিয়, কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। ভক্তদের কাছে তিনি ছিলেন দিলীপ সাহাব।
সম্প্রতি দিলীপ কুমার ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে সম্মানিত হলেন। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে দিলীপ কুমারকে এই মরণোত্তর সম্মান প্রদান করেন। প্রয়াত কিংবদন্তী অভিনেতার পক্ষ থেকে তাঁর হয়ে এই সম্মান গ্রহণ করেছেন তাঁর স্ত্রী সায়রা বানু। ১৪ জুন মঙ্গলবার তিনি এই পুরস্কারটি গ্রহণ করার জন্যে একটি ইভেন্টে যোগদান করেন। সেই পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ৭৭ বছর বয়সী সায়রা। মঞ্চে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সায়রা বানু বলেন, তিনি এখন আর এই ধরনের ইভেন্টে আসতে পছন্দ করেন না। কারণ দিলীপ সাহাব চলে যাওয়ার পর এই ধরনের ইভেন্ট তাঁকে আরও বেশি করে কষ্ট দেয়।
দিলীপ কুমারের স্ত্রী অন্যতম জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু বলেন, ‘দিলীপ সাহাব ছিলেন হিন্দুস্তানের ‘কোহিনূর’। তাঁকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা উচিত।
সায়রা বানু সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর ইচ্ছায় এটাই হওয়া উচিৎ। কারণ দিলীপ সাহেব আমাদের দেশের ‘কোহিনূর’ ছিলেন। তাই ‘কোহিনূর’কে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত। সায়রা বানু আরও বলেন, ‘আমি সব সময় মনে করি দিলীপ সাহাব আমার সঙ্গেই আছেন। উনি আমার শক্তি। আমি প্রতি মুহূর্তে ওঁনার উপস্থিতি অনুভব করি। উনি আমার স্মৃতিতে নয়, প্রতি পদক্ষেপে আমার পাশে পাই ওঁনাকে। ‘আমার কোহিনূর’ আমার সঙ্গে আছেন।’
অনুষ্ঠানে মন্ত্রী আঠেওলা বলেছেন, যে তিনি হিন্দি সিনেমার কিংবদন্তীকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করবেন।
১৯৬৬ সালে সায়রা বানু এবং দিলীপ কুমার বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন ৫৬ বছর অতিক্রম করে। ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন বলিউড জগতের মাইলস্টোন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। দুজনের অভিনীত ছবির মধ্যে ‘সাগিনা’ এবং ‘গোপি’ ছিল অন্যতম।