পুবের কলম,ওয়েবডেস্ক: আগের চেয়ে ভালো আছেন, বলিউড অভিনেতা দিলীপ কুমার। আপাতত আইসিইউতে ভর্তি আছেন তিনি। শ্বাসকষ্ট হওয়ার জন্য গত মঙ্গলবার হিন্দুজা হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তী। এর আগেও একবার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয়, দু’বারই রিপোর্ট নেগেটিভ এসেছে।
দিলীপ কুমারের স্বাস্থ্যের ব্যাপারে তার পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি জানিয়েছেন, আপাতত দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে, ‘দিলীপ সাহাব’ কে খুব শীঘ্রই বাড়ি ছাড়া হতে পারে। অভিনেতার সুস্বাস্থ্যের কামনা করার জন্য অনুরাগীদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন ফারুকি। ট্যুইটারেও দিলীপ কুমারের স্বাস্থ্যের ব্যাপারে তাঁর অনুরাগীদের আপডেট জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বয়সজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ অভিনেতা দিলীপ কুমার। গত জুন মাসে প্রথমবার হাসপাতালে ভর্তি হন তিনি। তখনই পরীক্ষার মাধ্যমে জানা যায়, অভিনেতার দুটি ফুসফুসেই জল জমেছে।
অভিনেতার স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী সায়রা বানু জানিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যার ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা। বহুদিন ধরেই অসুস্থ। চিকিৎসা চলছে তার।