পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার স্বপ্ন সফল হয়নি বিজেপির। ১০০ এর অনেক নীচে মাত্র ৭৭টি আসনেই থেমেছে দৌড়। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছিল বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরতে চলেছেন দিলীপ ঘোষ। এমনকি তিনি নাকি নিজেই দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সুপারিশ করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম।পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে।
এই জল্পনাতে জল ঢাললেন দিলীপ ঘোষ নিজেই। তাঁর সাফ কথা এই সব রটনা ভুয়ো ছাড়া আর কিছুই না। রাজ্য সভাপতি বদল নিয়ে জেপি নাড্ডার সঙ্গে তাঁর কোন কথা হয়নি বলেও দাবি করেছেন দিলীপ বাবু। তাঁর কথায় ” রাজ্য সভাপতি পদে আমার মেয়াদ শেষ হবে ২০২২ এর ডিসেম্বরে সুতরাং খবরটা ভুয়ো”। বিজেপি রাজ্যসভাপতির আরও দাবি কখনও দলের মধ্যে থেকে আবার কখনও আবার কখনও দলের বাইরে থেকে এই ধরনের খবর ভাসিয়ে দেওয়া হয়।