৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুখ্যসচিবের

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 91

পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের সৈকত নগরীতে অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমান করা হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত ১৪ হাজার মানুষ উপস্থিত থাকবেন। কমপক্ষে ২৫০ জন ভিআইপি উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। মন্দির উদ্বোধনের ব্যবস্থাপনা নিয়ে নবান্নে শনিবার বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।দিঘায় জগন্নাথ মন্দিরের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মহাকুম্ভের দুর্ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সতর্ক করে দিয়েছিলেন, যাতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ন ঘটে। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মন্দিরের সামনে পর্যন্ত কোনও গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: এবার ভিআইপি চিকিৎসা মিলবে এসএসকেএম-এর নয়া ভবনে

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে এপ্রিলের ২৭ তারিখ থেকে পয়লা মে পর্যন্ত সরকারি গেস্ট হাউসগুলিতে কোনও পর্যটক রাখা যাবে না। দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংসথার অধীনস্থ ওই গেস্ট হাউসগুলিতে অতিথিদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। এত মানুষের সমাগমে দিঘার সাধারণ পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখবে পুলিশ। মঞ্চ তৈরি থেকে অনুষ্ঠানসূচি সবকিছু নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুখ্যসচিবের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের সৈকত নগরীতে অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমান করা হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত ১৪ হাজার মানুষ উপস্থিত থাকবেন। কমপক্ষে ২৫০ জন ভিআইপি উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। মন্দির উদ্বোধনের ব্যবস্থাপনা নিয়ে নবান্নে শনিবার বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।দিঘায় জগন্নাথ মন্দিরের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মহাকুম্ভের দুর্ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সতর্ক করে দিয়েছিলেন, যাতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ন ঘটে। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মন্দিরের সামনে পর্যন্ত কোনও গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন: এবার ভিআইপি চিকিৎসা মিলবে এসএসকেএম-এর নয়া ভবনে

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে এপ্রিলের ২৭ তারিখ থেকে পয়লা মে পর্যন্ত সরকারি গেস্ট হাউসগুলিতে কোনও পর্যটক রাখা যাবে না। দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংসথার অধীনস্থ ওই গেস্ট হাউসগুলিতে অতিথিদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। এত মানুষের সমাগমে দিঘার সাধারণ পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখবে পুলিশ। মঞ্চ তৈরি থেকে অনুষ্ঠানসূচি সবকিছু নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে।