০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

digha jagannath dham:বিজেপিকে অস্বস্তিতে ফেলে জগন্নাথধামে সস্ত্রীক দিলীপ ঘোষ! স্বাগত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 66

পুবের কলম, ওয়েবডেস্ক: দিঘার জগন্নাথধাম মন্দিরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্ত্রীকে নিয়ে এদিন জগন্নাথ মন্দিরে যান। রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দিঘার জগন্নাথধামে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দিঘায় জগন্নাথধামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিলীপ ঘোষ মন্দিরে পৌঁছোন বলে খবর। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জগন্নাথধাম কর্মসূচি বয়কট করে কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কাঁথি পেরিয়েই দিঘা যান দিলীপ ঘোষ। সনাতনী সমাবেশে যাননি তিনি।

আরও পড়ুন: digha jagannath dham: দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার রাতেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বলেন, ‘‘অক্ষয়তৃতীয়ার দিন একটা শুভ দিন। এই দিনে আমরা পূজার্চনা, ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েই থাকি। এ রকম একটা দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে। কেন যাব না?’’ তার পরেই স্বভাবসিদ্ধ রসবোধে দিলীপের মন্তব্য, ‘‘লর্ড আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’’

বুধবারই কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথিতে সনাতনী সমাবেশে কেন যায়নি প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি।’’ দিলীপের যুক্তি, ‘‘অক্ষয় তৃতীয়ায় এ রকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’’

রাতে দিঘাতেই থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। জগন্নাথধামে দিলীপের যাওয়া বা তাঁর মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু। তিনি বলেছেন, “কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না।”

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

digha jagannath dham:বিজেপিকে অস্বস্তিতে ফেলে জগন্নাথধামে সস্ত্রীক দিলীপ ঘোষ! স্বাগত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিঘার জগন্নাথধাম মন্দিরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্ত্রীকে নিয়ে এদিন জগন্নাথ মন্দিরে যান। রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দিঘার জগন্নাথধামে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দিঘায় জগন্নাথধামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিলীপ ঘোষ মন্দিরে পৌঁছোন বলে খবর। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জগন্নাথধাম কর্মসূচি বয়কট করে কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কাঁথি পেরিয়েই দিঘা যান দিলীপ ঘোষ। সনাতনী সমাবেশে যাননি তিনি।

আরও পড়ুন: digha jagannath dham: দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার রাতেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বলেন, ‘‘অক্ষয়তৃতীয়ার দিন একটা শুভ দিন। এই দিনে আমরা পূজার্চনা, ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েই থাকি। এ রকম একটা দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে। কেন যাব না?’’ তার পরেই স্বভাবসিদ্ধ রসবোধে দিলীপের মন্তব্য, ‘‘লর্ড আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’’

বুধবারই কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথিতে সনাতনী সমাবেশে কেন যায়নি প্রশ্ন করায় তিনি বলেন, ‘‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি।’’ দিলীপের যুক্তি, ‘‘অক্ষয় তৃতীয়ায় এ রকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’’

রাতে দিঘাতেই থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। জগন্নাথধামে দিলীপের যাওয়া বা তাঁর মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু। তিনি বলেছেন, “কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না।”