১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শহরে ডিজেলের দামেও সেঞ্চুরি– বাড়ল পেট্রোলের দামও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
  • / 34

কলকাতায় সেঞ্চুরি ডিজেলের ছবিঃ খলিদুর রহিম

পুবের কলম প্রতিবেদক­ রোজ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। কিছুতেই যেন কমতে চাইছে না। প্রতিদিন রেকর্ড মূল্য ছুঁয়েই চলেছে। বিগত কয়েক দিনের ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। ফলে শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৭৮ টাকা। এখানেই শেষ নয়– এদিন বেড়েছে ডিজেলের দামও। বর্তমানে কলকাতায় লিটার প্রতি ডিজেল এই প্রথম ছুঁয়ে ফেলেছে সেঞ্চ$রির দরজা। এদিন শহরের পাম্পগুলিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০.১৪ টাকা। যা এই পর্যন্ত রেকর্ড।

এদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ প্রদর্শন হয়। বৃহস্পতিবার বাম শ্রমিক সংগঠন সিটুর তরফে দক্ষিণ কলকাতার রাসবিহারীতে অভিনব প্রতিবাদ দেখানো হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় অ্যাপক্যাব ওলা ও উবর-এর চালকরা। প্রতিবাদকারীরা রাস্তার মধ্যে বসেই নুনভাত খান। তাঁদের অভিযোগ– যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের– তাতে আমাদের পক্ষে নুনভাত খাওয়াও অসম্ভব হয়ে উঠছে। সংসারের মানুষগুলোর মুখেও এখন খাবার তুলে দেওয়া চিন্তার হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: গোলে সেঞ্চুরি পূরণ করে রেকর্ড গড়ল মেসির

প্রসঙ্গত– বেশ কয়েকদিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের। এর প্রতিবাদে গত রবিবার সকালেও মধ্য কলকাতার মহম্মদ আলি পার্কের কাছে বাস চালকরা বিক্ষোভ দেখান। বুধবারও দড়ি দিয়ে ট্যাক্সি টেনে অভিনব প্রতিবাদ জানান ট্যাক্সি মালিক-চালকরা। বুধবার বালিগঞ্জ থেকে দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানানো হয়। জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোশিয়েসনের যুগ্ম সম্পাদক তন্ময় কুন্ডুর কথায়– ‘ টাকা মেটাতে না পারায় অনেক ফাইন্যান্স কোম্পানী ট্যাক্সি তুলে নিচ্ছে। পেট্রোল-ডিজেলের মূল্য যেহারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে ট্যাক্সিতে যাত্রী ভাড়া বাড়ছে না। ফলে সেই টাকা তাদের পক্ষে তোলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: আহমদাবাদে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন উসমান খোয়াজা

আরও পড়ুন: শতাব্দীর ভয়ংকরতম দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১২৭ জনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরে ডিজেলের দামেও সেঞ্চুরি– বাড়ল পেট্রোলের দামও

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক­ রোজ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। কিছুতেই যেন কমতে চাইছে না। প্রতিদিন রেকর্ড মূল্য ছুঁয়েই চলেছে। বিগত কয়েক দিনের ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। ফলে শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৭৮ টাকা। এখানেই শেষ নয়– এদিন বেড়েছে ডিজেলের দামও। বর্তমানে কলকাতায় লিটার প্রতি ডিজেল এই প্রথম ছুঁয়ে ফেলেছে সেঞ্চ$রির দরজা। এদিন শহরের পাম্পগুলিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০.১৪ টাকা। যা এই পর্যন্ত রেকর্ড।

এদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ প্রদর্শন হয়। বৃহস্পতিবার বাম শ্রমিক সংগঠন সিটুর তরফে দক্ষিণ কলকাতার রাসবিহারীতে অভিনব প্রতিবাদ দেখানো হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় অ্যাপক্যাব ওলা ও উবর-এর চালকরা। প্রতিবাদকারীরা রাস্তার মধ্যে বসেই নুনভাত খান। তাঁদের অভিযোগ– যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের– তাতে আমাদের পক্ষে নুনভাত খাওয়াও অসম্ভব হয়ে উঠছে। সংসারের মানুষগুলোর মুখেও এখন খাবার তুলে দেওয়া চিন্তার হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: গোলে সেঞ্চুরি পূরণ করে রেকর্ড গড়ল মেসির

প্রসঙ্গত– বেশ কয়েকদিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের। এর প্রতিবাদে গত রবিবার সকালেও মধ্য কলকাতার মহম্মদ আলি পার্কের কাছে বাস চালকরা বিক্ষোভ দেখান। বুধবারও দড়ি দিয়ে ট্যাক্সি টেনে অভিনব প্রতিবাদ জানান ট্যাক্সি মালিক-চালকরা। বুধবার বালিগঞ্জ থেকে দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানানো হয়। জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোশিয়েসনের যুগ্ম সম্পাদক তন্ময় কুন্ডুর কথায়– ‘ টাকা মেটাতে না পারায় অনেক ফাইন্যান্স কোম্পানী ট্যাক্সি তুলে নিচ্ছে। পেট্রোল-ডিজেলের মূল্য যেহারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে ট্যাক্সিতে যাত্রী ভাড়া বাড়ছে না। ফলে সেই টাকা তাদের পক্ষে তোলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: আহমদাবাদে সেঞ্চুরি হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন উসমান খোয়াজা

আরও পড়ুন: শতাব্দীর ভয়ংকরতম দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ১২৭ জনের মৃত্যু