পুবের কলম, ওয়েবডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করল ইউনুস সরকার। রবিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। নয়াদিল্লি-ঢাকায় সম্পর্কেও তিক্ততা দেখা গিয়েছে। কদিন আগেই পশ্চিমবঙ্গের মালদা ও কোচবিহারে সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা গিয়েছিল। দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। মনে করা হচ্ছে, এই পরিস্থিতির কারনেই ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে ইউনুস সরকার।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিকেল ৩ টেয় ঢাকায় বিদেশমন্ত্রকের দফতরে উপস্থিত হয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।