২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শাহনওয়াজকে বিয়ে দেবলীনার,’ট্রোলড’ অভিনেত্রী দিলেন মোক্ষম জবাব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্ক: খানিকটা নিরিবিলিতেই  বিয়ে সেরেছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।বিয়ের দেড়দিনের মাথায় স্বামী  শাহনওয়াজ  শেখকে প্রকাশ্যে আনেন ‘গোপীবহু।মুসলিম প্রেমিককে বিয়ে করার কারণে লাগাতার সমাজমাধ্যমে ট্রোলড হতে হচ্ছে দেবলীনাকে। খোঁচা দিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর ভবিষ্যৎ সন্তানের ধর্ম নিয়ে। কেউ কেউ তো আবার বললেন, ‘‘কিছুদিন পরে ফ্রিজে দেহ মিলবে।’’ জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘তোমার স্ত্রী-সন্তান তোমাকেই না ফ্রিজে পুরে দেয়। ঘটনাটা সাম্প্রতিক, তাই মনে করিয়ে দিতে হবে না।’’

যারা তাঁকে ট্রোল্ড করেছিল তাদের উচিত উচিৎ জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন “ আমার সন্তান হিন্দু হবে না মুসলিম তা নিয়ে আপনাদের কেন এত মাথাব্যাথা। তবে আমার অনাগত সন্তানকে নিয়ে যদি এতই চিন্তিত হয়ে থাকেন তবে আপনাকে একটি সুপরামর্শ দিতে পারি। এই পৃথিবীতে অনেক অনাথ আশ্রম আছে সেখান থেকে কোন শিশুকে দত্তক  নিন। তাকে আপনার খুশি অনুযায়ী ধর্ম এবং নাম দিয়ে বড় করে তুলুন”।

অভিনেত্রী আরও বলেন অন্যের দিকে মনোনিবেশ করার আগে নিজে ভালো মানুষ হন। নিজের ধর্ম নিয়ে ভাবনাচিন্তা করুণ। ভরতনাট্যম নৃত্যশিল্পী দেবলীনা জনপ্ৰিয়তা অর্জন করেছেন  ‘গোপীবহু’চরিত্রে অভিনয় করার জন্য । তিনি বিগ বস ১৩, বিগ বস ১৪ এবং বিগ বস ১৫ তেও  অংশগ্রহণ করেছিলেন। নিজের জিম ট্রেনার শাহনওয়াজ শেখ কে গত ১৪ ডিসেম্বর  জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই জনপ্রিয় অভিনেত্রী।বিনোদনের দুনিয়ায় জিম প্রশিক্ষককে বিয়ে করার নতুন কিছু নয়। এর আগে আমির খানের মেয়ে ইরাও বিয়ে করেছেন জিম প্রশিক্ষককেই ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহনওয়াজকে বিয়ে দেবলীনার,’ট্রোলড’ অভিনেত্রী দিলেন মোক্ষম জবাব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: খানিকটা নিরিবিলিতেই  বিয়ে সেরেছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।বিয়ের দেড়দিনের মাথায় স্বামী  শাহনওয়াজ  শেখকে প্রকাশ্যে আনেন ‘গোপীবহু।মুসলিম প্রেমিককে বিয়ে করার কারণে লাগাতার সমাজমাধ্যমে ট্রোলড হতে হচ্ছে দেবলীনাকে। খোঁচা দিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর ভবিষ্যৎ সন্তানের ধর্ম নিয়ে। কেউ কেউ তো আবার বললেন, ‘‘কিছুদিন পরে ফ্রিজে দেহ মিলবে।’’ জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘তোমার স্ত্রী-সন্তান তোমাকেই না ফ্রিজে পুরে দেয়। ঘটনাটা সাম্প্রতিক, তাই মনে করিয়ে দিতে হবে না।’’

যারা তাঁকে ট্রোল্ড করেছিল তাদের উচিত উচিৎ জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন “ আমার সন্তান হিন্দু হবে না মুসলিম তা নিয়ে আপনাদের কেন এত মাথাব্যাথা। তবে আমার অনাগত সন্তানকে নিয়ে যদি এতই চিন্তিত হয়ে থাকেন তবে আপনাকে একটি সুপরামর্শ দিতে পারি। এই পৃথিবীতে অনেক অনাথ আশ্রম আছে সেখান থেকে কোন শিশুকে দত্তক  নিন। তাকে আপনার খুশি অনুযায়ী ধর্ম এবং নাম দিয়ে বড় করে তুলুন”।

অভিনেত্রী আরও বলেন অন্যের দিকে মনোনিবেশ করার আগে নিজে ভালো মানুষ হন। নিজের ধর্ম নিয়ে ভাবনাচিন্তা করুণ। ভরতনাট্যম নৃত্যশিল্পী দেবলীনা জনপ্ৰিয়তা অর্জন করেছেন  ‘গোপীবহু’চরিত্রে অভিনয় করার জন্য । তিনি বিগ বস ১৩, বিগ বস ১৪ এবং বিগ বস ১৫ তেও  অংশগ্রহণ করেছিলেন। নিজের জিম ট্রেনার শাহনওয়াজ শেখ কে গত ১৪ ডিসেম্বর  জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এই জনপ্রিয় অভিনেত্রী।বিনোদনের দুনিয়ায় জিম প্রশিক্ষককে বিয়ে করার নতুন কিছু নয়। এর আগে আমির খানের মেয়ে ইরাও বিয়ে করেছেন জিম প্রশিক্ষককেই ।