১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বহু বিতর্কের মাঝেও ব্লকবাস্টার ‘পাঠান’, উচ্ছ্বসিত শাহরুখ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 78

পুবের কলম, ওয়েবডেস্ক:  সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ‘পাঠান’। মুক্তি পাওয়ার প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০২ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। ফলে পাঠানকে ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করছেন ফ্লিম ক্রিটিকরা।

পাঠান মুক্তির পর এবার বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। ট্যুইট করে শাহরুখ খান লেখেন, ‘দেশের জন্য কে কী করতে পারেন। আমাদের সংবিধান আমাদের যা দিয়েছে তা আমরা লালন করি এবং আমাদের দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি। জয় হিন্দ’।  পাঠান মুক্তির পরেই দেশজুড়ে শাহরুখ ফ্যানরা উপচে পড়েন প্রেক্ষাগৃহে। অনেকেরই বক্তব্য, শাহরুখকে আবার বড় পর্দায় দেখে তারা উচ্ছ্বসিত, আপ্লুত। উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি পাঠান। মুক্তি পাওয়ার আগে থেকেই পাঠান নিয়ে বিতর্ক তুঙ্গে। বেশরম রঙে গানের দীপিকার গেরুয়া বিকিনিতেও সেনসরের কাঁচি পড়েছে। তবে, বহুদিন পর বড় পর্দায় শাহরুখ ম্যাজিক অব্যাহত। চলচ্চিত্র সমালোচকদের মতে, বহুদিন পর বলার মতো একটি ছবি উপহার দিল বলিউড। শাহরুখ, জন ও দীপিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সিনেপ্রেমী, গুণগ্রাহী এবং সমালোচকদের।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

 

আরও পড়ুন: দেশবাসিকে রমযানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আরও পড়ুন: হাওড়ার শিবপুর পুলিশ লাইনে পালিত প্রজাতন্ত্র দিবস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বহু বিতর্কের মাঝেও ব্লকবাস্টার ‘পাঠান’, উচ্ছ্বসিত শাহরুখ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ‘পাঠান’। মুক্তি পাওয়ার প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০২ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। ফলে পাঠানকে ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করছেন ফ্লিম ক্রিটিকরা।

পাঠান মুক্তির পর এবার বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। ট্যুইট করে শাহরুখ খান লেখেন, ‘দেশের জন্য কে কী করতে পারেন। আমাদের সংবিধান আমাদের যা দিয়েছে তা আমরা লালন করি এবং আমাদের দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি। জয় হিন্দ’।  পাঠান মুক্তির পরেই দেশজুড়ে শাহরুখ ফ্যানরা উপচে পড়েন প্রেক্ষাগৃহে। অনেকেরই বক্তব্য, শাহরুখকে আবার বড় পর্দায় দেখে তারা উচ্ছ্বসিত, আপ্লুত। উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি পাঠান। মুক্তি পাওয়ার আগে থেকেই পাঠান নিয়ে বিতর্ক তুঙ্গে। বেশরম রঙে গানের দীপিকার গেরুয়া বিকিনিতেও সেনসরের কাঁচি পড়েছে। তবে, বহুদিন পর বড় পর্দায় শাহরুখ ম্যাজিক অব্যাহত। চলচ্চিত্র সমালোচকদের মতে, বহুদিন পর বলার মতো একটি ছবি উপহার দিল বলিউড। শাহরুখ, জন ও দীপিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সিনেপ্রেমী, গুণগ্রাহী এবং সমালোচকদের।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

 

আরও পড়ুন: দেশবাসিকে রমযানের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আরও পড়ুন: হাওড়ার শিবপুর পুলিশ লাইনে পালিত প্রজাতন্ত্র দিবস