২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘নামের বানান ভুল, সম্মানহানির চেষ্টা’!  খারিজ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
  • / 80

পুবের কলম, ওয়েবডেস্ক:  তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। রয়েছে বানানগত ভুল। উপরাষ্ট্রপতি ধনখড়ের বিরুদ্ধে আনা অনস্থা খারিজ রাজ্যসভায়। এ ছাড়া ধনখড়ের ‘সম্মান নষ্টের অভিপ্রায়ে’ তাড়াহুড়ো করে এই  প্রস্তাব পেশ বলে অভিযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংহের। তিনি আরও জানান, উপরাষ্ট্রপতির পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ।   এই পদের নিজস্ব একটি মর্যাদা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পদে থাকা কারও বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে ১৪ দিনের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে তা মান্য করা হয়নি। তাই প্রস্তাব গৃহীত হল না।

উল্লেখ্য, পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে উপরাষ্ট্রপতির অপসারণ চেয়ে গত সপ্তাহেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা এককাট্টা হয়ে অনাস্থা পেশ করেন। বৃহস্পতিবার রাজ্যসভায় সেই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়।

গত ১০ ডিসেম্বর রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয়। উচ্চকক্ষের দুই সাংসদ জয়রাম রমেশ ও নাসির হুসেন সেই  প্রস্তাব পেশ করেছিলেন। স্বাক্ষর করেছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলের ৬০জন বিরোধী সাংসদ। সংসদের ৭২  বছরের ইতিহাসে এই প্রথম কোনও চেয়ারম্যান বা উপ-রাষ্ট্রপতির অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব পেশের ঘটনা ঘটে।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘নামের বানান ভুল, সম্মানহানির চেষ্টা’!  খারিজ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। রয়েছে বানানগত ভুল। উপরাষ্ট্রপতি ধনখড়ের বিরুদ্ধে আনা অনস্থা খারিজ রাজ্যসভায়। এ ছাড়া ধনখড়ের ‘সম্মান নষ্টের অভিপ্রায়ে’ তাড়াহুড়ো করে এই  প্রস্তাব পেশ বলে অভিযোগ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংহের। তিনি আরও জানান, উপরাষ্ট্রপতির পদ হল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ।   এই পদের নিজস্ব একটি মর্যাদা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পদে থাকা কারও বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে ১৪ দিনের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে তা মান্য করা হয়নি। তাই প্রস্তাব গৃহীত হল না।

উল্লেখ্য, পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে উপরাষ্ট্রপতির অপসারণ চেয়ে গত সপ্তাহেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা এককাট্টা হয়ে অনাস্থা পেশ করেন। বৃহস্পতিবার রাজ্যসভায় সেই অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়।

গত ১০ ডিসেম্বর রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয়। উচ্চকক্ষের দুই সাংসদ জয়রাম রমেশ ও নাসির হুসেন সেই  প্রস্তাব পেশ করেছিলেন। স্বাক্ষর করেছিলেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলের ৬০জন বিরোধী সাংসদ। সংসদের ৭২  বছরের ইতিহাসে এই প্রথম কোনও চেয়ারম্যান বা উপ-রাষ্ট্রপতির অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব পেশের ঘটনা ঘটে।