পুবের কলম প্রতিবেদকঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কয়েকজনকে নিউটাউন ক্যাম্পাসে মারধরের অভিযোগ ওঠে। রবিবার পার্ক সার্কাস ক্যাম্পাসে এই ঘটনার প্রতিবাদ জানালো ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের একাংশ। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে সাজিদুর রহমান– মাসুদুর রহমান– আব্বাসউদ্দিন প্রমুখের বক্তব্য– পড়ুয়াদের দাবি নিয়ে আন্দোলন চলতে পারে। বিষয়গুলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংখ্যালঘু দফতরের মন্ত্রীকে জানানোর অধিকার রয়েছে। দাবি জানানোর জন্য নিউটাউন ক্যাম্পাসে হাজির হয়েছিলাম। কিন্তু ওই ক্যাম্পাসের কিছু ছাত্র আমাদের উপর চড়াও হয়। এই ঘটনার প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। একই সঙ্গে পার্ক সার্কাসে পড়ুয়াদের রিলে-অবস্থান ৪৯ দিন পার করলো।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য– গত শুক্রবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিউ টাউন ক্যাম্পাসে যান রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। আলিয়ার সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পর বেড়িয়ে যান মন্ত্রী সহ অন্যানারা। ঠিক সেই সময় কিছু বহিরাগত ও বর্তমান ছাত্র মিলে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিধের সঙ্গে প্রথমে বচসা– পরে ধস্তাধস্তি ও মারধর শুরু হয়। ওইদিন আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধিদের বেশি মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এদিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতিবাদ সভায় মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন– গোলাম মইনুদ্দিন– আবদুল মোমেন– মোশারফ হোসেন– মশিউর রহমান– মুহাম্মদ সাকেম আলি– মোস্তাফিজুর রহমান– মাহমুদ রহমান প্রমুখ।




































