পুবের কলম প্রতিবেদকঃ তালিকা পাঠানো সমস্ত মাদ্রাসার শূন্য পদে প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট দেওয়ার দাবি জানাল মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। শুক্রবার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি মাদ্রাসা শিক্ষা দফতর ও কমিশনকে চিঠি দিয়েছে। সমিতির পাঠানো চিঠিতে জানানো হয়েছে– মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের যে তালিকা প্রকাশ করা হয়েছে– তাতে ১৬৬টি মাদ্রাসায় শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আরও কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ ডিআই দফতর থেকে ‘প্রাইরোর পারমিশন’ (পিপি) এর কপি হাতে পেয়েছে। সেই কপি ডিআই দফতর মারফত কমিশনে পাঠানো হয়েছে।
তবে মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রের খবর– নির্ধারিত সময়ের মধ্যে ওই কপি দফতরে আসেনি। তাই ওই মাদ্রাসায় এখনই নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। মাদ্রাসাগুলির শূন্য পদে দ্রুত শিক্ষক দেওয়ার কাজ পুনরায় শুরু হবে। ইতিমধ্যে প্রকাশিত তালিকা অনুসারে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে একটি মাদ্রাসার নাম বাদ দিয়ে কমিশন অন্য একটি নতুন মাদ্রাসাকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নতুন মাদ্রাসাকে তালিকায় অন্তর্ভুক্তিতে নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কিছু শিক্ষক।
কমিশনের নিয়মানুসারে– পরীক্ষার দিন পর্যন্ত শূন্যপদ গ্রহণের নিয়ম থাকলেও শিক্ষকদের দাবি আপটুডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করা হোক। কারণ সাত বছর পর মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে নিয়োগ হচ্ছে। নিয়োগে দীর্ঘ সময় লাগার ফলে আগামীতে প্রক্রিয়ায় কত সময় লাগবে তা নিয়ে প্রশ্ন রয়েছে– তাই আপটুডেট ভ্যাকেন্সিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন।