পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির সিআরপিএফ স্কুল সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় খালিস্তানি যোগ। রবিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে বিস্ফোরণের দায় স্বীকার করে খলিস্তানপন্থী সংগঠন জাস্টিস লিগ ইন্ডিয়া। খবরটি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট মামলায় খলিস্তানি যোগ নিয়ে তদন্তে নামে দিল্লি পুলিশ।
ইতিমধ্যে টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি লিখে এদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে দিল্লি পুলিশ।
তবে এখনও পর্যন্ত টেলিগ্রাম অ্যাপের তরফে কোনও জবাব পায়নি পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই বিভিন্ন তদন্তারী সংস্থা একত্রিত তদন্ত চালাচ্ছে।
দিল্লির বিস্ফোরণের পরই টেলিগ্রাম অ্যাপে একটি বার্তা ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, খলিস্তানিদের বিরুদ্ধে ভারতীয় এজেন্টদের অপারেশনের বদলা নিতেই এই বিস্ফোরণ। শুধু তাই নয়, পুরো ভিডিয়ো বার্তায় খালিস্তানি জিন্দাবাদ বলে ওয়াটারমার্ক আছে।
তাতে বলা হয়েছে, যদি ভারতের গোয়েন্দা এবং তাঁদের পাণ্ডারা গুন্ডা ভাড়া করে আমাদের খতম করবে বলে মনে করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।
ওরা জানে না, ওদের কত কাছে রয়েছি আমরা। আর ইচ্ছে করলে যে কোনও সময় ওদের উপর হামলা চালাতে পারি।
read more:জম্মু-কাশ্মীরের গান্দেরবলে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ নিহত ৬ শ্রমিক, দায় স্বীকার লস্কর ই তৈবার
1 Comment
Pingback: জম্মু-কাশ্মীরের গান্দেরবলে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ নিহত ৬ শ্রমিক, দায় স্বীকার লস্কর ই তৈবার - Pu