৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি মেয়র নির্বাচন: আপের আবেদনে সুপ্রিম নোটিশ জারি

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 15

পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার সুপ্রিম কোর্ট দিল্লির উপরাজ্যপাল, দিল্লি মিউনিসিপ্যালিটির প্রোটেম প্রিসাইডিং অফিসার এবং কমিশনারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ের আবেদনে এই নোটিশ জারি করল আদালত। অবিলম্বে মেয়র নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। আবেদনকারীর আইনজীবী সিনিয়র কাউন্সেল এএম সিংঘভী জানান, গত বছরের ডিসেম্বর মাসে মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এখনও হয়নি। তিনি জানান, সংবিধানের ধারা ২৪৩ অনুযায়ী মনোনীত প্রার্থী ভোট দিতে পারেন না। শীর্ষ আদালত সিংঘভীর বক্তব্য শোনার পর দিল্লি মিউনিসিপ্যালিটি অ্যাক্টের ধারা ৭৬ অনুযায়ী, মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়রের দায়িত্ব মিউনিসিপ্যালিটির সভায় সভাপতিত্ব করা। এক সঙ্গে তিন পদে (মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির সদস্য) নির্বাচন করানো মিউনিসিপ্যাট অ্যাক্টের পরিপন্থী।

 

আদালত জানায়, ‘নোটিশ জারি করে সোমবার পর্যন্ত সময় দিন।’ হলফনামায় এক সপ্তাহের মধ্যে এমসিডি হাউসের সভার আহ্বান জানানো হয়েছে, মেয়র নির্বাচন না  সম্পূর্ণ হওয়া পর্যন্ত সভা স্থগিত না করা। এছাড়াও মনোনীত সদস্যরা ভোট দেওয়ার অধিকারী নন।

 

আম আদমি পার্টির আতিশী সাংবাদিক সম্মেলনে করে জানান, ‘আম আদমি পার্টি  সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা আবেদন করব আদালতের নজরদারিতে এক সপ্তাহ  থেকে দশ দিনের মধ্যে এমসিডি নির্বাচন করাতে। সত্য শর্মা নির্বিচারে অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা  বিজেপির অল্ডারম্যান বা মনোনীত সদস্যদের ভোটদানের অধিকারের সিদ্ধান্তকে  চ্যালেঞ্জ জানাবো। আপের কাছে ২৫০ নির্বাচিত সদস্যের ১৩৪ জনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি মেয়র নির্বাচন: আপের আবেদনে সুপ্রিম নোটিশ জারি

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বুধবার সুপ্রিম কোর্ট দিল্লির উপরাজ্যপাল, দিল্লি মিউনিসিপ্যালিটির প্রোটেম প্রিসাইডিং অফিসার এবং কমিশনারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ের আবেদনে এই নোটিশ জারি করল আদালত। অবিলম্বে মেয়র নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। আবেদনকারীর আইনজীবী সিনিয়র কাউন্সেল এএম সিংঘভী জানান, গত বছরের ডিসেম্বর মাসে মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এখনও হয়নি। তিনি জানান, সংবিধানের ধারা ২৪৩ অনুযায়ী মনোনীত প্রার্থী ভোট দিতে পারেন না। শীর্ষ আদালত সিংঘভীর বক্তব্য শোনার পর দিল্লি মিউনিসিপ্যালিটি অ্যাক্টের ধারা ৭৬ অনুযায়ী, মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়রের দায়িত্ব মিউনিসিপ্যালিটির সভায় সভাপতিত্ব করা। এক সঙ্গে তিন পদে (মেয়র, ডেপুটি মেয়র এবং স্থায়ী কমিটির সদস্য) নির্বাচন করানো মিউনিসিপ্যাট অ্যাক্টের পরিপন্থী।

 

আদালত জানায়, ‘নোটিশ জারি করে সোমবার পর্যন্ত সময় দিন।’ হলফনামায় এক সপ্তাহের মধ্যে এমসিডি হাউসের সভার আহ্বান জানানো হয়েছে, মেয়র নির্বাচন না  সম্পূর্ণ হওয়া পর্যন্ত সভা স্থগিত না করা। এছাড়াও মনোনীত সদস্যরা ভোট দেওয়ার অধিকারী নন।

 

আম আদমি পার্টির আতিশী সাংবাদিক সম্মেলনে করে জানান, ‘আম আদমি পার্টি  সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা আবেদন করব আদালতের নজরদারিতে এক সপ্তাহ  থেকে দশ দিনের মধ্যে এমসিডি নির্বাচন করাতে। সত্য শর্মা নির্বিচারে অনির্দিষ্টকালের জন্য সভা মুলতুবি করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা  বিজেপির অল্ডারম্যান বা মনোনীত সদস্যদের ভোটদানের অধিকারের সিদ্ধান্তকে  চ্যালেঞ্জ জানাবো। আপের কাছে ২৫০ নির্বাচিত সদস্যের ১৩৪ জনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’