পুবের কলম, ওয়েবডেস্ক: দিনে আইটি কর্মী। রাতে মডেল। ডেটিং অ্যাপে মার্কিন মডেল সেজে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ যুবকের। শুধু তাই নয়, নানা রকমের প্রলোভন দেখিয়ে মহিলাদের ঘনিষ্ঠ ছবি হাতিয়ে চলত ব্ল্যাকমেল। ডেটিং অ্যাপের আড়ালে দিব্যি চলছিল এহেন প্রতারণা।
মূলত ১৮ থেকে ৩০ বছর বয়সি মহিলাদের টার্গেট করে বিরাট প্রতারণার ফাঁদ পেতেছিল যুবক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দিল্লির তুষার সিং। বয়স ২৩। শুক্রবার পূর্ব দিল্লির শকরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। জানা গেছে, এক এক করে প্রায় ৭০০ মহিলা তাঁর প্রতারণার শিকার হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে তুষার। বাবা গাড়ি চালক। মা গৃহবধূ। এক বোন রয়েছে, সেও এক বেসরকারি সংস্থায় কর্মরত। ভাল বেতন পায় তুষার। কিন্তু আরও টাকা উপার্জনের লোভে সাইবার ক্রাইমের পথ বেছে নেন তিনি।
Read more: স্ক্যানের পর হাসপাতাল ছাড়লেন বুমরাহ
বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল ইন্টারন্যাশনাল মোবাইল নম্বর জোগাড় করে ভুয়ো প্রোফাইল বানিয়ে কখনও ‘বাম্বল’, কখনও ‘স্ন্যাপচ্যাট’, কখনও আবার হোয়াটসঅ্যাপে বিভিন্ন মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে, ব্যক্তিগত কিছু ছবি হাতিয়ে চলত ব্ল্যাকমেল ও টাকা। গত ডিসেম্বর মাসে তুষারের ফাঁদে পা দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী।
তাঁর সঙ্গে একইভাবে বিশ্বাস অর্জন করে, প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত কিছু ছবি আদায় করে তুষার। তার পর থেকেই ওই ছাত্রীকে ব্ল্যাকমেল শুরু করে তুষার। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে অস্বীকার করলে ছবিগুলো সোশ্যাল সাইটে পোস্ট করার হুমকি দিত সে।এভাবে বেশ কয়েকবার ওই যাত্রীর কাছ থেকে টাকা আদায়ের পর তরুণী পরিবারকে গোটা বিষয়টি জানায়। এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমে শুক্রবার তুষারকে গ্রেফতার করেছে পুলিশ।