পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন আপ নেতা বিধায়ক আমানাতুল্লাহ খান। এদিন কেন্দ্রীয় সংস্থা ইডির পেশ করা অতিরিক্ত চার্জশিট খারিজ করল আদালত। সেই সঙ্গে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আমানাতুল্লাহর জামিন মঞ্জুর করে তাঁকে মুক্ত করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারক জিতেন্দ্র সিংহ ইডির সপ্লিমেন্টরি চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে তাঁর পর্যবেক্ষণে জানান, আমানাতুল্লাহর বিরুদ্ধে তদন্ত চালানোর প্রয়োজনীয় প্রমাণ থাকলেও তার বিরুদ্ধে মামলা চালানোর কোনও অনুমোদন ছিল না।এদিন এক লক্ষ টাকার বণ্ডের বিনিময়ে আপ নেতাকে জামিন দেওয়া হয়। শুধু তাই নয়, আমানাতুল্লাহ খানের দ্বিতীয় স্ত্রী মরিয়ম সিদ্দিকীকেও বেকসুর খালাস করা হয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, মরিয়মের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই তাকেও মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দিল্লির ওয়াকফ বোর্ডে ৩৬ কোটি টাকার জমি দুর্নীতির মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর আপ বিধায়ক আমানাতুল্লাহকে গ্রেফতার করে ইডি। পরে ওয়াকফ বোর্ডে নিয়োগ সংক্রান্ত অনিয়মের মামলাতেও তার বিরুদ্ধে যোগ হয়। তবে চলতি বছরের এপ্রিলে নিয়োগ মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এদিন দুর্নীতি মামলায় জামিন পেলেন।
আরও পড়ুন: বারাসাত মেডিক্যাল কলেজের ভ্যাটে রক্ত মাখা মানুষের দেহাংশকে কেন্দ্র করে চাঞ্চল্য
প্রসঙ্গত, ইডির অভিযোগ, দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন অবৈধ ভাবে অনেককে চাকরি করিয়ে দিয়েছিলেন আপ নেতা। গত পাঁচ বছরে তাঁর বাড়িতে একাধিক বার তল্লাশি অভিযানও চালানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে।