পুবের কলম, ওয়েব ডেস্কঃ দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই হবে দিল্লির ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি, শনিবার। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি।
দিল্লিতে এ বার ত্রিমুখী লড়াই। শাসকদল আম আদমি পার্টির (আপ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি এবং কংগ্রেস। লোকসভা ভোটে জোট হলেও বিধানসভায় একসঙ্গে লড়তে রাজি হয়নি ইণ্ডিয়া জোটের দুই প্রথমসারির দল আপ ও কংগ্রেস। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল কেজরির দল। মাত্র আটটি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেস খাতাই খুলতে পারেনি। সেবার আপ-এর প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ছিল হাত-ই।
এদিনই দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির পক্ষে নির্বাচনী সঙ্গীত প্রকাশ করা হয়। আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ‘ফির লায়েঙ্গে কেজরীওয়াল’ শীর্ষক নির্বাচনী সঙ্গীত প্রকাশ করা হয়। ৩.২৯ মিনিটের এই গানের মধ্যে দিয়ে আপ-এর সাফল্য তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেজরীওয়াল বলেন, সারা দেশ আম আদমি পার্টির নির্বাচনী সঙ্গীতের জন্য অপেক্ষা করছিল। আমি আজ এই গান দিল্লি এবং দেশের জনসাধারণের জন্য উৎসর্গ করলাম।
তবে এবারের দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টির কাছে বড়ো চ্যালেঞ্জ। বিশেষ করে দিল্লি লিকার পলিসি স্ক্যাম সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর এই নির্বাচন আম আদমি পার্টির কাছে মর্যাদার লড়াই। পাশাপাশি প্রথম থেকেই বিজেপি এবং আপকে একাসনে বসিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। অন্যদিকে, কেজরিওয়ালের বাসভবনে বিপুল খরচ-সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। ভোট ঘোষণার আগেই প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপকে ‘আপদ’ তকমা দিয়ে দিল্লি থেকে হঠানোর স্লোগান তুলেছেন তিনি।
এই নির্বাচনে মহিলা ভোটকে পাখির চোখ করেছে সব দলই। মহিলাদের মাসে আর্থিক অনুদান দেওয়া নিয়েও লড়াই শুরু হয়েছে দলগুলির মধ্যে জোর টক্কর। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলেই দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১ হাজার টাকার অনুদান বাড়িয়ে ২ হাজার ১০০ করার প্রতিশ্রুতি দিয়েছে। তার পাল্টা কংগ্রেস ঘোষণা করেছে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।
একনজরে দিল্লি বিধানসভা নির্বাচন
নির্বাচনের গেজেট নোটিফিকেশনঃ ১০ জানুয়ারি ২০২৫
মনোনয়ন জমার শেষ তারিখঃ ১৭ জানুয়ারি ২০২৫
মনোনয়ন পরীক্ষাঃ ১৮ জানুয়ারি ২০২৫
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনঃ ২০ জানুয়ারি ২০২৫
ভোটগ্রহণঃ ৫ ফেব্রুয়ারি
ভোটগণনাঃ ৮ ফেব্রুয়ারি