কলকাতাThursday, 24 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ডানা: বহু মাদ্রাসায় ফাজিলের প্রথম সেমিস্টার পরীক্ষা স্থগিত

FAISAL HASAN
October 24, 2024 1:38 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: ‘ডানা’ পরিস্থিতিতে ইতিমধ্যে স্কুল ও মাদ্রাসা শিক্ষা দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। 

 

পরীক্ষা-সহ বিভিন্ন কর্মসূচিতে বদল আনা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাদ্রাসার ফাজিলের প্রথম বর্ষের সেমিস্টার পরীক্ষা। ‘ডানা’-কবলিত এলাকাগুলিতে পরীক্ষা স্থগিত হলেও অন্যান্য জেলায় সেমিস্টার এগজামিনেশন নিয়ে কী পদক্ষেপ নেবে, সেই বিষয়ে পর্ষদের পক্ষ থেকে এ’নও কোনও গাইডলাইন দেওয়া হয়নি। আর এতে সমস্যায় পড়েছে ফাজিল মাদ্রাসার পড়ুয়া ও শিক্ষকরা। এ দিকে ফাজিলে সেমিস্টার পরীক্ষার সূচি ও গাইডলাইন আগেই জানিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। 

 

READ MORE: বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ দাবি, বঙ্গভবনে ব্যাপক বিক্ষোভ জনতার

মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে ফাজিলের ফাস্ট সেমিস্টারে ১০০টি সিনিয়র মাদ্রাসায় প্রায় ১০ হাজার পড়ুয়া রয়েছে। তাদের পর্ষদের নির্দেশ অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে পরীক্ষা-সহ অন্যান্য প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পর্ষদ জানিয়েছে, পরীক্ষার গাইডলাইন ও সূচি ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে ডানা দুর্যোগের প্রভাবে কিছু জেলায় পরীক্ষা-সহ অন্যান্য প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ডানা-র প্রভাব মিটলেই পুনরায় পরীক্ষা শুরু করবে মাদ্রাসাগুলি।

মাদ্রাসার শিক্ষকরা এই বিষয়ে জানান, পরীক্ষার সূচি পর্ষদ দিলেও মাদ্রাসাগুলি নিজেদের মতো প্রশ্নপত্র ও পরীক্ষা নিচ্ছে। কিন্তু হঠাৎ ডানার জেরে কিছু মাদ্রাসার সূচি বদল হয়। এখন যে এলাকাগুলিতে ডানার প্রভাব নেই, সেখানে পরীক্ষা চালু রাখতে পারে মাদ্রাসা কর্তৃপক্ষ