পুবের কলম, ওয়েব ডেস্ক: ২১ জুলাই থেকে তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হচ্ছে। ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ‘জাগো বাংলা’র ফেসবুকে সেই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
রথযাত্রা অর্থাৎ সোমবার ‘জাগো বাংলা’র ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।
তৃণমূল নেত্রীর কথায়, “জাগো বাংলা আমাদের খুব প্রিয় একটি পত্রিকা। তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রত্রিকা আমরা নিজেরা চালিয়ে আসছি। আপাতত কোভিড পরিস্থিতির জন্য এটা সাপ্তাহিক হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ১ জুলাই থেকে প্রতিদিনই এটা দেখতে পাবেন ‘জাগো বাংলা’ পেজে। আপাতত এটা ডিজিটাল-ই চলবে। কিন্তু আস্তে আস্তে এটা দৈনন্দিন পত্রিকা হিসেবে সকলের কাছে পৌঁছে যাবে।”