DA hike in West Bengal: সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকল বর্ধিত মহার্ঘভাতা

- আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 24
পুবের কলম প্রতিবেদক: (DA hike in West Bengal) পয়লা মে ছুটির দিন। তার দু’দিন আগেই মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের অ্যাকাউন্টে ৪ শতাংশ বাড়তি মহার্ঘভাতা সহ বেতনের জমা পড়ল(DA hike in West Bengal)। যদিও স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন এখনও ঢোকেনি। তবে এই নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। কারণ সাধারণত স্কুলগুলিতে মাসের এক বা দুই তারিখে বেতন হয়ে থাকে। তাই তাঁরাও আর দিন দুয়েকের মধ্যেই বাড়তি মহার্ঘ ভাতা সহ বেতন পাবেন বলে আশা করছেন। এঁদের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারারাও বেতন পাবেন।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হয়েছে এই বছর। সেই ঘোষণা অনুসারেই এক ধাপে ৪ শতাংশ বর্ধিত মহার্ঘভাতা পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এর পরেও অনেক সরকারি কর্মচারী আশাবাদী, ভোটের আগে আরও এক দফা বাড়তে পারে মহার্ঘভাতা।
এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়লেও কেন্দ্রের সঙ্গে মহার্ঘভাতার ফারাক থেকেই যাচ্ছে। কেন্দ্রের মহার্ঘভাতার হার ৫৫ শতাংশ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়লেও বর্তমানে তা দাঁড়িয়েছে ১৮ শতাংশ। ফলে কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্যের মহার্ঘভাতার ফারাক থাকছে ৩৭ শতাংশ। তাই মঙ্গলবার বর্ধিত মহার্ঘভাতা পেলেও কেন্দ্রের সঙ্গে এতটা ফারাক থাকার জন্য খুশি নয় সরকারি কর্মচারীরা।
এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা(DA hike in West Bengal) মামলাটির এখনও কোনও নিষ্পত্তি হচ্ছে না সুুপ্রিম কোর্টে। গত মঙ্গলবারই মহার্ঘভাতা নিয়ে শুনানি ছিল। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা দাবি করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য ছিল, মহার্ঘভাতা দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় হারে তা দাবি করা অন্যায্য। উল্লেখ্য, ২০২২ সালে ২৮ নভেম্বরের পর থেকে মোট তেরোবার সুপ্রিম কোর্টে মহার্ঘভাতা নিয়ে মামলা পিছিয়েছে।
তবে মামলা থাকলেও পশ্চিমবঙ্গ সরকার কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি করেছে। চলতি অর্থবর্ষের বাজেটেও মহার্ঘভাতা বৃদ্ধি হয়েছে। পয়লা এপ্রিল থেকে যা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত হওয়ায় প্রত্যেকের বেতন অনেকটাই বেড়েছে।