পুবের কলম প্রতিবেদকঃ সাইবার প্রতারণার বিপুল টাকার দুর্নীতির অভিযোগে বারাসত থেকে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে কলকাতার বাশদ্রোণী এলাকায় একটি জালিয়াতির মামলায় তন্ময় পাল(৩৪)নামের এক যুবককে গত ১৬ ডিসেম্বর গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে দেশের ৩০০-র বেশি মামলায় তন্ময় পালের যোগ রয়েছে।ধৃত ওই যুবক অন্তত ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত।
গ্রেফতারির পর ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পায় কলকাতার সাইবার থানার পুলিশ। তন্ময় পালকে জিজ্ঞাসাবাদ করে আরও সাইবার প্রতারণায় জড়িত আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রের খবর।
read more: মাদক খাইয়ে বান্ধবীকে ধর্ষণ! গ্রেফতার গড়ফার যুবক
উল্লেখ্য, সাইবার দুর্নীতি চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ যেন সর্বশান্ত না হন,তাঁর জন্য নতুন বছরের প্রথম দিনেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এমনকী সাইবার প্রতারণার উদাহরণ হিসাবে বাশদ্রোণীর ওই ঘটনা এবং তন্ময় পালের গ্রেফতারির কথাও উল্লেখ করেছে।
বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তী গত মাসে সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন, কোনো অনুমতি ছাড়া তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাজীব চক্রবর্তীর ওই টাকা বারাসতের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে।এর পরেই তন্ময়কে পালকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ১৯ ডিসেম্বর হাওড়ার লিলুয়া থেকে শান্তনু গায়েন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানতে পারেন, অভিযুক্ত তন্ময় পাল, শান্তনু গায়েন সহ অন্যান্য সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সারা দেশের ৩০০-র বেশি সাইবার প্রতারণা মামলার সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত। ওই সব মামলা মিলিয়ে ৬৫ কোটি টাকার সাইবার দুর্নীতির অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রের খবর।