বিজেপিকে রুখতে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম ! শিলমোহর সীতারামের লাইনেই

- আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্ক : বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম।এই সিদ্ধান্তে অনড় থাকলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্তমানে রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের আর ভোটের সময়ের মত বনিবনা নেই। এদিন ইয়েচুরি সাফ জানিয়ে দিলেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। প্রকাশ কারাতের মস্তিষ্কপ্রসূত তৃতীয় ফ্রন্ট গঠনের প্রস্তাবও খারিজ করে দেন ইয়েচুরি।
বৈঠকের প্রথম দিনেই কংগ্রেসের পাশে থাকার প্রশ্নে ব্যাপক আপত্তি তোলে দক্ষিণী রাজ্যগুলি। মূলত কেরল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের নেতৃত্ব চাপে ফেলে দেয় সীতারাম ইয়েচুরি ও বঙ্গ সিপিএমকে। বিজেপির মতো কংগ্রেসের সঙ্গেও সমান দূরত্ব রেখে চলার পক্ষে সওয়াল করেন তাঁরা। পালটা এই মুহূর্তে বিজেপিকে ঠেকানো পার্টির প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে গলা ফাটান বাংলার বাম নেতারা।
পরিস্থিতি জটিল হচ্ছে দেখে শনিবার রাতেই পলিটব্যুরোর বৈঠক ডাকেন পার্টির সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ইয়েচুরি জানিয়ে দেন যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন রয়েছে সেখানে পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের আগে কোনও রাজ্যেই বিজেপির বিরুদ্ধে এক আসনের প্রার্থী তত্ত্বে যাওয়া হচ্ছে না। ভোটের পরে প্রয়োজন হলে বিজেপিকে ঠেকাতে কংগ্রেসকে সমর্থন করা যেতে পারে। আর তৃতীয় ফ্রন্ট গঠন করে নির্বাচনী লড়াইয়ে গেলে আখেরে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে বলেই মনে করেন তিনি।
মমতাকে ইতিমধ্যেই দেশনেত্রী হিসাবে তুলে ধরে প্রচার শুরু করেছে তৃণমূল। তবে রাজনৈতিকমহলের বক্তব্য, কংগ্রেস ছাড়া বিজেপিকে রোখা যাবে না।কংগ্রেস এবং তৃণমূল যদি একজোট না হয়, তার ফায়দা তুলে নেবে বিজেপি। সেক্ষেত্রে কোনওভাবেই বিজেপির জয় রথ থামানো যাবে না।