কলকাতাTuesday, 8 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পশুর তালিকা থেকে বাদ দিয়ে গরুকে দেওয়া হোক ভগবানের স্বীকৃতি: শঙ্করাচার্য

EMAMA KHATUN
October 8, 2024 8:36 am
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: এ দেশে গরু ভগবান হিসাবে পূজিত। ধর্মীয় প্রচারক চৈতন্যদেব একদা বলেছিলেন ‘গো দুগ্ধ খাও তাই গাভী তব মাতা। বৃষ অন্ন উপজায় তাহে তেহ পিতা’। অর্থাৎ গরু থেকে যে দুধ পাওয়া যায় তা অত্যন্ত উৎকৃষ্টমানের। মাতৃদুগ্ধের সমতুল্য। তাই গরু আমাদের মাতা। অতীতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানিয়েছিলেন গেরুয়া মানসিকতার অনেকেই। এবার গরুকে ‘পশুর’ তালিকা থেকেই বাদ দিয়ে ‘দেবতার আসনে’ বসানোর দাবি জানালেন জ্যোতির্মঠ পীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

মঙ্গলবার লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে গিয়ে শঙ্করাচার্য জানান, আমরা গরুকে দেবতা বলে মানি। তাই আইন প্রণেতাদের উচিত গরুকে পশুর তালিকা থেকে বাদ দিয়ে ভগবানের মর্যাদায় সম্মানিত করা হোক। প্রত্যেক গোভক্তদের উচিত গোমাতার সেবা করা। হিন্দু ধর্ম মতে গরু ঈশ্বর এবং এর থেকে নানারকম প্রাকৃতিক উপকার পাওয়া যায়। তাই একে রক্ষা করা উচিত এবং শ্রদ্ধা করা উচিত।

তিনি আরও বলেন, গরুর সঙ্গে বিভিন্ন দেবতার সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবান কৃষ্ণ যৌবনে একজন রাখাল ছিলেন। উল্লেখ্য, অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী হলেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠ পীঠের শঙ্করাচার্য। স্বামী স্বরূপানন্দ সরস্বতীর মৃত্যুর পর  তাঁকে শঙ্করাচার্য করা হয়। গত ২৩ সেপ্টেম্বর গো-রক্ষার দাবিতে আন্দোলন করেন তিনি। সেখানে তিনি ‘গোহত্যা’ ইস্যুতে সরব হন। একটি বিশেষ সম্প্রদায়কে কটাক্ষ করে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরুকে দেবতা মানা হয়। অথচ এক শ্রেণীর মানুষ নির্বিচারে গো-হত্যা করছে। তা অত্যন্ত দুঃখজনক। সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। এরা আমাদের শত্রু।

 

আমরা দাসত্বের শৃঙ্খল ভেঙে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কংগ্রেস অতীতে গো-রক্ষার দাবিতে বড়বড় ভাষণ দিয়েছিল। আমরা ভেবেছিলাম আমাদের ‘গোমাতা’ সুরক্ষিত আছে। তাই কংগ্রেস পার্টিকে সমর্থন করেছিলাম। অথচ গরুর সুরক্ষা ও কল্যাণে তারা কোনো কাজ করে না। শঙ্করাচর্য আরও বলেন, দেশের ১০০ কোটি হিন্দুর তরফে আমি সরকারের কাছে নিবেদন করছি, অবিলম্বে গো-হত্যা বন্ধ করা হোক। দেবতা’কে হত্যার বিরুদ্ধে আইন প্রণয়ন করা হোক। অনেক রাজ্য গরু জবাই বিরোধী আইন এনেছে। আমি নিজে বিভিন্ন রাজ্যে গিয়ে গো-রক্ষার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। বক্তব্য রেখেছি।

গরুর বিশেষ মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে গত ৬ আগস্ট শঙ্করাচার্য গোপ্রতিষ্ঠা উৎসবের আয়োজন করেন বলে জানান। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে জমকালোভাবে পালিত হয়েছিল ওই অনুষ্ঠান। বহু রাজনৈতিক ব্যক্তিত্বকেও এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল।