সংসদে সৌজন্য সোনিয়া-মোদির
ইমামা খাতুন
- আপডেট :
২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে মোদির বিজেপিকে হারাতে দিনকয়েক আগেই গড়ে উঠেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এর নেপথ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। সেখানেই যুযুধান দুই পক্ষের মধ্যে দেখা গেল সৌজন্যের রাজনীতি। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সাংসদ সোনিয়ার সামনে এসে হাতজোড় করে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন, সোনিয়াজি? জবাবে সোনিয়া কোনও মতে জবাব দিয়েছেন। পাশাপাশি, মণিপুর নিয়ে সংসদে আলোচনার আহবান জানিয়েছেন বলে সূত্রের খবর। লোকসভার অধিবেশন শুরুর ঠিক আগের মুহূর্তে সংসদ সাক্ষী থাকল এই সৌজন্যের। বেঙ্গালুরু থেকে ফেরার পথে রাহুল-সোনিয়ার বিমানের জরুরি অবতরণ করাতে হয় আবহাওয়ার জন্য। সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া। তাই কি এদিন মোদি স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন? নাকি প্রকাশ্যে সৌজন্য দেখিয়ে বিরোধীদের মন জয় করতে চাইলেন!