মুম্বাই, ২৩ জানুয়ারি: ট্রেনে নৃশংস হত্যাকাণ্ড চালানোর ঘটনায় অভিযুক্ত রেল পুলিশের প্রাক্তন কনস্টেবলকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল আদালত। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জেলবন্দি রয়েছে অভিযুক্ত চেতন সিং চৌধুরী। আকোলা জেল কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছিল, চেতন সিং মানসিক রোগে ভুগছেন। মঙ্গলবার এ সংক্রান্ত মামলার শুনানি ছিল মুম্বাইয়ের এক আদালতে। সেখানেই অভিযুক্তকে থানের একটি হাসপাতালে নিয়ে গিয়ে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের নির্দেশ দিয়েছে বিচারক। আদালতের অতিরিক্ত দায়রা বিচারক এনএল মোর নির্দেশ দিয়ে বলেছেন, অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য থানের আঞ্চলিক মানসিক হাসপাতালে পাঠানো হবে। এই পরীক্ষার সময় থানে কারাগারে থাকতে হবে চৌধুরীকে।
Read More: কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুর-মুম্বই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল তৎকালীন রেল পুলিশের কনস্টেবল চেতন সিং চৌধুরী। অভিযুক্তের অতর্কিত হামলায় চার জনের মৃত্যু হয়। এর মধ্যে ছিলেন এক রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এসআই টিকারাম মীনা। এছাড়াও তিন মুসলিম যাত্রীকেও হত্যা করা হয়। তারা হলেন, আব্দুল কাদেরভাই ভানপুরওয়ালা, সদর মহম্মদ হুসেন এবং আসগর আব্বাস শেখ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, হত্যাকাণ্ড চালানোর আগে ট্রেনের চারটি কামরা ঘুরে দেখেছিল চেতন। গুলি করার আগে অভিযুক্ত প্রত্যেকের নাম জানতে চেয়েছিল, মুসলিম নাম বলতেই অতর্কিত গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
নৃশংস হত্যাকাণ্ড চালানোর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকে জেলবন্দি রয়েছে অভিযুক্ত। হত্যাকাণ্ডের পেছনে ঠিক কি উদ্দেশ্য ছিল! তা এখনও তদন্তাধীন রয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছিল, ধর্মের ভিত্তিতে যাত্রীদের টার্গেট করা হয়েছিল।