পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ খুললেই বিতর্কিত মন্তব্য। এবার মহাত্মা গান্ধি এবং কৃষক আন্দোলন সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নোটিস পাঠাল আদালত। আইনজীবী রমাশঙ্কর শর্মা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই কঙ্গনাকে আদালতের নোটিস পাঠানো হয়েছে।
গত অগস্টে সোশ্যাল সাইটের একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, কৃষক আন্দোলনের সময় দেশে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’ তিনি আরও লেখেন, কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, কঙ্গনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলা করেছিলেন রমাশঙ্কর শর্মা নামে এক আইনজীবী। জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে কঙ্গনার জবাব চাওয়া হয়েছে।