কলকাতাFriday, 7 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

করোনার চোখ রাঙানি, বাজারে ক্রমশ কমছে ক্রেতার সংখ্যা

mtik
January 7, 2022 7:42 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কলকাতার একাধিক স্থানে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষিত হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতার একাধিক এলাকা। হগ মার্কেটের এক বিক্রেতার কথায়, বাজারে কোনও লোকসংখ্যা কমে গিয়েছে। কীভাবে বিক্রিবাটা চালাব– জানি না। না খাওয়ার জোগাড় হয়েছে। সপ্তাহে শনি-রবিবার একটু লোকজন বেশি আসে। বিক্রেতাদের একাংশের অভিমত– করোনার বিধিনিষেধ চালু হওয়ার পর থেকেই বাজারে ক্রেতা আসার সংখ্যা কমেছে। সাধারণত, সপ্তাহান্তে ক্রেতাদের ভিড় দেখা যায়। একেবারে গোটা সপ্তাহের জিনিস কিনেই বাড়ি চলে যাচ্ছেন সকলে। আর দেখা যাচ্ছে না তাঁদের। ফের শনি-রবিবার দেখা মিলবে বলে আশা ক্রেতাদের। সোম থেকে শুক্রবার পর্যন্ত হাতেগোনা ক্রেতাদের দেখা যাচ্ছে বাজারে।

উল্লেখ্য, কলকাতার একাধিক আবাসনেই কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। ফলে সেই আবাসনগুলিকে চিহ্নিত করে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে  পুরসভা। মাইক্রো কনটেইনেমন্ট জোনের তালিকায় রয়েছে– কলকাতার একাধিক এলাকা। শ্যামপুকুর– ফুলবাগান– মানিকতলা– বউবাজার– প্রগতি ময়দান– গড়িয়াহাট– রিজেন্ট পার্ক– শেকসপিয়র সরণি– বালিগঞ্জ– ভবানীপুর– গড়িয়াহাট– টালিগঞ্জ-সহ একাধিক এলাকার মানুষজন আক্রান্ত। নতুন করে যে মাইক্রো কনটেনমেন্ট জোনগুলি তৈরি হয়েছে– সেই তালিকায় রয়েছে ডায়মন্ড সিটির ২টি টাওয়ার।