পুবের কলম প্রতিবেদক: কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এই অবস্থায় শহরে কোভিড নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করা হবে, তা ঠিক করার মতোও কোনও আধিকারিক নেই কলকাতা পুরসভায়। স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে প্রায় সব আধিকারিকই করোনা আক্রান্ত। শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে কলকাতা পুরসভার জন্ম শংসাপত্র বিভাগ। স্বাস্থ্যকর্মীরা যে হারে আক্রান্ত হচ্ছেন– তাতে টিকাকরণের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। শনিবার শেষ পাওয়া খবর অনুযায়ী– কলকাতা পুরসভায় কর্মী– আধিকারিক মিলিয়ে বর্তমানে করোনা আক্রান্তদের সংখ্যা ৬০৯।
ইতিমধ্যে শহরে সাত হাজার পেরিয়ে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে কলকাতা পুরসভার কর্মী– আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন তাতে খুব শীঘ্রই পুর পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। শনিবার কলকাতা পুরসভা সূত্রে যে আক্রান্তের তথ্য পাওয়া গিয়েছে– তাতে এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ যাঁরা এতদিন মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছেন– তাঁদের মধ্যে আক্রান্ত অনেকেই।
পুরসূত্রে জানা গিয়েছ, কলকাতা পুরসভার সিভিল বিভাগের মোট ৪ জন ডেপুটি চিফ ইঞ্জিনিয়রের মধ্যে তিন জনই করোনা আক্রান্ত। ১৬ জন বরো এক্সিকিউটিভের মধ্যে আক্রান্ত রয়েছেন ৭ জন। ৩০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র ও সাব ইঞ্জিনিয়রও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া উদ্যান পালন বিভাগে ৭ জন ইঞ্জিনিয়র– ২২ জন মালি ও ৫৬ জন কর্মী ও অধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পরিবেশ বিভাগে ৭ জনের মধ্যে ৩ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ক ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র ও ১৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের কর্মী ও আধিকারিক মিলিয়ে মোট ১৯০ জন আক্রান্ত। করোনার দাপটে ভুগছে পুরসভার স্বাস্থ্য বিভাগও। সেই বিভাগে কর্মী এবং আধিকারিক মিলিয়ে মোট ২১০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এ ছাড়া ৮ জন বরো এক্সিকিউটিভ– ৩৮ জন এমও– ৩৭ জন নার্স– ৪ জন হেলথ কমিউনিটি– ৭ জন ফার্মাসিস্ট– ১৫ জন ক্লার্ক ডেটা-এন্ট্রি– ৯ জন অফিস অ্যাসিস্ট– ১৮ জন নিরাপত্তাকর্মী– ৩২ জন ১০০ দিনের কর্মী ও ৪২ জন ল্যাব টেক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও পুরসভার নিকাশি বিভাগের জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র-সহ মোট ২০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। জল সরবরাহ বিভাগে আক্রান্তের সংখ্যা ছয় ইঞ্জিনিয়র-সহ ৪৫।