পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেনের মধ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ। ধৃত কুলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। জানা গেছে, মাঝবয়সি ওই মহিলা একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছন। স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনটি সেই সময় ফাঁকা ছিল। সেই সুযোগে ওই ফাঁকা কামরাতেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে মহিলা বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানান। তারপরেই অভিযুক্তের খোঁজে তদন্ত করে পুলিশ। তখনই ওই কুলিকে গ্রেফতার করে পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই প্ল্যাটফর্ম এবং বাকি স্টেশনচত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশকর্মীরা। তাতে ওই অভিযুক্ত কুলিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।